Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেঘনায় ইলিশ ধরার অপরাধে ১৪ জেলের দণ্ড


৭ অক্টোবর ২০১৮ ২০:৩৭

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

লক্ষ্মীপুর: নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের রামগতির মেঘনায় মা ইলিশ ধরার অপরাধে ১৪ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোহাম্মদ রফিকুল হক ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

রোববার (৭ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত চরআবদুল্লাহর হুজুরের খাল এলাকায় মৎস্য বিভাগের উদ্যোগে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ভোলার তজুমুদ্দিনের ইলিয়াস হোসেন, সিরাজ উদ্দিন, নোমান হোসেন, নাজিম উদ্দিন, আইয়ুব আলী, নুরে আলম মিজান, মিরাজ হোসেন, রিয়াজ উদ্দিন, শাহীন আলম ও লালমোহনের লোকমান হোসেন, ইউসুফ হোসেন, মনির হোসেন ও নোয়াখালী ইছমাইল হোসেনসহ ১৪জন।

জেলা মৎস্য কর্মকর্তা এস এম মহিব উল্যা বলেন, ভ্রাম্যমাণ আদালতে ১৪ জেলেকে এক মাস করে বিনাশ্রম করাদণ্ড দেওয়া হয়েছে। ইলিশ রক্ষায় প্রতিদিন নদীতে মৎস্য বিভাগ, জেলা প্রশাসন ও কোষ্টগার্ডের যৌথ অভিযান চলাবে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবেনা।

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় লক্ষ্মীপুরের মেঘনায় ৭ অক্টোবর মধ্য রাত থেকে পরবর্তী ২২দিন ইলিশসহ সকল  মাছ ধরা নিষিদ্ধ করেছে জেলা মৎস্য বিভাগ।

সারাবাংলা/এমএইচ

আটক ইলিশ ধরা ইলিশ ধরায় নিষেধাজ্ঞা কারাদণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর