চট্টগ্রামে কোটার দাবিতে ‘সক্ষম’ ব্যক্তিদের বিক্ষোভ
৭ অক্টোবর ২০১৮ ১৮:৫৮ | আপডেট: ৭ অক্টোবর ২০১৮ ১৯:০০
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
চট্টগ্রাম ব্যুরো: প্রতিবন্ধী কোটা বহাল রাখার দাবিতে চট্টগ্রাম নগরীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিশেষভাবে সক্ষম প্রায় শ’খানেক বিভিন্ন বয়সী মানুষ। এসময় সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।
রোববার (৭ অক্টোবর) দুপুর দেড়টা থেকে নগরীর ষোলশহর দুই নম্বর গেট এলাকায় প্রায় একঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়। এসময় বিশেষভাবে সক্ষম তরুণ-যুবকরা বিভিন্ন স্লোগান দেন। এদের মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীও ছিলেন।
স্থানীয় পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহি উদ্দিন মাহমুদ সারাবাংলাকে বলেন, ‘সড়কের একপাশে অবস্থান নিয়ে প্রায় একঘণ্টা বিক্ষোভ করেছেন। আমরা তাদের কোন ধরনের বাধা দিইনি। বরং সড়কের আরেকপাশ দিয়ে যাতে নির্বিঘ্নে গাড়ি চলাচল করতে পারে সেই ব্যবস্থা করেছি।’
অবরোধের সময় প্রতিদিন নগরীর বিভিন্ন এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিশেষভাবে সক্ষমদের পক্ষ থেকে প্রতিবাদের ঘোষণা দেওয়া হয়।
সারাবাংলা/আরডি/এমএইচ