ঝাড়ুর হাতলে ইয়াবা পাচারের চেষ্টা, গ্রেফতার ৩
৭ অক্টোবর ২০১৮ ১৪:১৪ | আপডেট: ৭ অক্টোবর ২০১৮ ১৯:০৯
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: এবার বাঁশের ঝাড়ুর হাতল থেকে ১৫ হাজার ৪৪০ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব।
শনিবার (৬ অক্টোবর) রাতে চট্টগ্রাম নগরীর স্টেশন রোডে হোটেল মার্টিন নামে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতার হওয়া তিনজন হলেন- সোহেল হোসেন (২৮), ফয়সাল ইসলাম রিপন (৩৮) ও মানিক (৩২)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মিমতানুর রহমান সারাবাংলাকে বলেন, ‘কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকার দিকে নিয়ে যাওয়ার জন্য তিনজন হোটেলে অবস্থান করছিল। ইয়াবাগুলো ঝাড়ুর হাতলের বাঁশের কঞ্চির মধ্যে নেওয়া হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা বাঁশের কঞ্চির ভেতরে থেকে সেগুলো জব্দ করে তিনজনকে গ্রেফতার করি।’
তিনজনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।
সারাবাংলা/আরডি/এমও