Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে আ’লীগের দু’গ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫


৩ জানুয়ারি ২০১৮ ১৬:৩৯ | আপডেট: ৩ জানুয়ারি ২০১৮ ১৬:৫৭

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদর উপজেলার আমঘাটা গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ৫ জন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

বুধবার সকালে ঘটা এ  ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গুলিবিদ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের মুন্সীগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

গুলিবিদ্ধরা হলো- মীম(১৫), খালদো আক্তার(৩৫),  রতন হোসেন(২৮) কামাল(৩৫), জনি জমাদ্দার(২২)।

সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রামে প্রথম সংঘর্ষ বাঁধে পরে তা পার্শ্ববর্তী কংশপুরা ও আধারা গ্রামে ছড়িয়ে পরে। বুধবার সকাল থেকে মোল্লাকান্দি ইউপি চেয়ারম্যান মহসিনা হক কল্পনা ও সাবেক ইউপি চেয়ারম্যান, সদর থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিপন পাটোয়ারীর সমার্থকদের মধ্যে আমঘাটা, কংসপুরা ও আধারা গ্রামে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালীন দু পক্ষের মধ্যে শতাধিক ককটলে বিস্ফোরণ, গুলিবর্ষণ ও ঘরবাড়ি ভাংচুরের ঘটনা ঘটে।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সদর থানার ওসি আলমগীর হোসাইন জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ আহদুল্লা নামে একজনকে গ্রেপ্তার করেছে। ঘটনাস্থল থেকে একটি বন্দুক উদ্ধার করা হয়েছে।

সারাবাংলা/এসআর/এমএ

মুন্সিগঞ্জ সংঘর্ষ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর