Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেদ্দা কনস্যুলেটের ব্যবস্থাপনায় প্রশিক্ষণ কর্মশালা


৪ অক্টোবর ২০১৮ ১৬:১৭

।। সেলিম আহমেদ, সৌদি আরব থেকে।।

বাংলাদেশের বিদেশি মিশনগুলোতে বরাদ্দকৃত সরকারি অর্থের যথাযথ ব্যবহারের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জেদ্দার গ্র্যান্ড গোল্ডেন হোটেলে ২৬ সেপ্টেম্বর শুরু হয়ে কর্মশালা শেষ হয় ২৮ সেপ্টেম্বর। কর্মশালার উদ্বোধন করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ।

এ সময় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন ও ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) সালাউদ্দিন নোমান চৌধুরী উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালায় মধ্যপ্রাচ্য ও পার্শ্ববর্তী দেশের ১৩টি মিশনের প্রতিনিধিগণ, জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের সকল কর্মকর্তা-কর্মচারীসহ গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

সারাবাংলা/এমএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর