খালেদা জিয়ার মুক্তির দাবিতে ইটালী যুবদলের প্রতিবাদ সমাবেশ
৩ অক্টোবর ২০১৮ ১৩:০৩ | আপডেট: ৩ অক্টোবর ২০১৮ ১৩:০৭
।। ইসমাইল হোসেন স্বপন, ইতালি থেকে।।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকল নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে ইটালী যুবদলের পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। যুবদলের সাংগঠনিক ক্ষমতা শক্তিশালী করার লক্ষ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য ইটালী যুবদল এ সমাবেশের আয়োজন করে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ইটালীর সভাপতি জাকির হোসেন গনির সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক ওমর ফারুকের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ইটালী বিএনপির সভাপতি হাজী মো. আব্দুর রাজ্জাক এবং বিশেষ অতিথি ছিলেন ইটালী বিএনপির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রাজ্জাক বলেন, ‘এখন বাংলাদেশ ও জনগণকে এই স্বৈরাচার সরকারের কাছ থেকে রক্ষা করতে হলে প্রথমেই আমাদের নেত্রী খালেদা জিয়াকে মুক্তি করতে হবে। আর এজন্য দরকার দুর্বার আন্দোলন।’
বিশেষ অতিথির বক্তব্যে ইটালী বিএনপির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন বলেন, ‘প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন যেন মানুষ তার মৌলিক অধিকার গুলো সব সময় পায়। কিন্তু বর্তমান সময়ে মানুষ সকল অধিকার থেকে বঞ্চিত। আমরা যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফাকে বাস্তবায়ন করতে পারি তবেই দেশের মানুষ পাবে সঠিক মৌলিক অধিকার।’
তিনি নব গঠিত ইটালী যুবদলের নেতাদের উদ্দেশ্যে বলেন, ‘দেশ এবং দলের এই দুঃসময়ে সকল ভেদাভেদ ও পদ পদবী ছেড়ে শুধু মাত্র আমাদের কাজ করতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোম মহানগর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, ইটালী বি এন পির সহ সভাপতি হাজী নূরে আলম, জহিরুল আলম, ফিরোজ খান, মইনুল আলম খোকন, আব্দুল কাদের বেপারী, আশরাফুল হক, আলম শাহ। ইটালী বিএনপির যুগ্ম সম্পাদক সম্পাদক শাহ্ মোঃ তৌহিদ কাদের, আবুল কালাম সায়মন, রায়হান মোল্লা, আল আমিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, রোম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাসার, সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম মৃধ্যা, ইটালী বিএনপির প্রচার সম্পাদক মৃধা শহীদুল ইসলাম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন। ইটালী যুবদলের সিনিয়র সহসভাপতি এ কে আজাদ, সহ সভাপতি তৌহিদ সুমন, যুগ্ম সম্পাদক সম্পাদক মোয়াজ্জেম হোসেন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ফরহাদ হোসেন রাসেল।
রোম ছাড়াও বিভিন্ন প্রভিন্সিয়ার লাতিনা তেরেসিনা বিএনপির সাধারণ সম্পাদক রিপন শরীফ খান, তেরেসিনা ফসিলন থেকে গোলাম মোস্তাফা, সফিক মাঝি, বাবুল তালোকদার, মিলান থেকে যুবনেতা রাজু খান, মোতাহার হোসেন, ভেনিস থেকে শরীফ হাওলাদার, আব্দুল তুষার, মো. শামীম হোসেন।
অনুষ্ঠান শেষে যুবদলের নেতা কর্মীরা তাদের সদস্য পদ সংগ্রহ করেন।
সারাবাংলা/এমএইচ