Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহবাগ-মৎস্য ভবন মোড় পর্যন্ত রাস্তা বন্ধ


৩০ সেপ্টেম্বর ২০১৮ ১৫:২০ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮ ১৮:১৫

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভার কারণে শাহবাগ মোড় থেকে মৎস ভবন মোড় পর্যন্ত রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে চারদিক থেকে আসা শত শত গাড়ির হাজার হাজার যাত্রী পড়েছেন চরম দুর্ভোগে।

এর আগে, রোববার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টায় ছাত্রদলের সভাপতি রাজিব আহসানের বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় বিএনপির জনসভা। এর দুই ঘণ্টা আগে থেকেই জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মী সমর্থকরা। তারা সমাবেশের অনুমোদিত স্থান সোহরাওয়ার্দী উদ্যান ছেড়ে শাহবাগ-মৎস ভবন সড়কে এসে জমায়েত হন।

আরও পড়ুন- প্রতীকী প্রধান অতিথি খালেদা জিয়া, বিএনপির জনসভা চলছে

সমাবেশে আসা হাজার হাজার মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে নির্মিত মঞ্চ থেকে শিল্পকলা একাডেমি গেট, পশ্চিমে শাহবাগ মোড় পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। তারা ব্যানার-ফেস্টুন, হেডার, রেপ্লিকা নিয়ে খালেদা জিয়া, তারেক রহমানের নামে স্লোগান দিচ্ছেন।

সমাবেশের অনুমতিতে মিছিল নিয়ে জনসভায় যোগ না দেওয়ার শর্ত থাকলেও বিএনপি নেতাকর্মী-সমর্থকরা মিছিল নিয়েই অবস্থান নেন সড়কের বিভিন্ন স্থানে।

শাহবাগ, মৎস ভবনের মতো স্থানে বিএনপি সমর্থকরা অবস্থান নেওয়ায় মতিঝিল, গুলিস্থান, সদরঘাট, যাত্রাবাড়ীমুখী বাসগুলো আটকে যায় রমনা পার্ক সংলগ্ন সড়কে। অন্যদিকে গাবতলী, মিরপুর, মোহম্মদপুর, উত্তরামুখী বাসগুলো আটকে যায় সুপ্রিম কোর্ট সংলগ্ন সড়কে।

কাছের গন্তব্যের লোকজন বাস থেকে নেমে হেঁটে গেলেও দূরের গন্তব্যের লোকজন ভ্যাপসা গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা বাসেই বসে আছেন। প্রাইভেট কারের যাত্রীরাও পড়েছেন চরম দুর্ভোগে।

বিজ্ঞাপন

এদিকে, ডিএমপির দেওয়া সব শর্ত ভেঙে সমাবেশ অব্যাহত থাকলেও নির্বিকার পুলিশ। বিএনপির হাজার হাজার নেতাকর্মীর চাপে তারা নিরাপদ দূরত্বে অবস্থান করছেন।

সারাবাংলা/এজেড/টিআর

বিএনপি বিএনপির জনসভা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর