ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
৩০ সেপ্টেম্বর ২০১৮ ১৫:০৬ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৩৮
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
দিনাজপুর: দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার আইনগাঁও এলাকায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মুকুল হোসেন (৩৫) ও আনিসুর রহমান (৩৪) নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
রোববার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে দিনাজপুর-বোচাগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘনাটি ঘটেছে।
মৃত মুকুল চিরিরবন্দর উপজেলার ওমরপুর এলাকার বেলাল হোসেনের ছেলে ও আনিসুর রহমান সদর উপজেলার মাঝাপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে সারাবাংলাকে জানান, মোটরসাইকেল নিয়ে তারা দু’জন দিনাজপুর থেকে বোচাগঞ্জ যাচ্ছিল। পথে আইগনগাঁও এলাকায় বিপরীতমুখী একটি ট্রাক্টরের সাথে ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেল আরোহী দুই জন ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সারাবাংলা/এমআইআর/এমএইচ