Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনার জন্মদিনে মক্কায় আওয়ামী লীগের আলোচনা সভা


২৯ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৩২

।। সৌদি আরব করেসপন্ডেন্ট।।

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে মক্কা আওয়ামী পরিষদ। মক্কায় স্থানীয় একটি হোটেলে শুক্রবার এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার পরিচালনায় সভায়  সভাপতিত্ব করেন মক্কা আওয়ামী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি কাইছার মাহমুদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মক্কা আওয়ামী পরিষদের সহ-সভাপতি আবদুল খালেক সওদাগর, যুগ্ম সম্পাদক সেলিম আহমদ, মোহাম্মদ ইকবাল, জসিম উদ্দিন মজুমদার।

আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের  সাংগঠনিক সম্পাদক মো. হানিফ, মোহাম্মদ কামাল।

বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  কন্যা  জননেত্রী শেখ হাসিনা হাজারও সমস্যা আর ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে দাঁড় করিয়েছে। দেশের এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। তাই ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার।’

সারাবাংলা/একে

আওয়ামী লীগ মক্কা শেখ হাসিনার জন্মদিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর