হবিগঞ্জ জেলা এসোসিয়েশন স্পেনের নতুন কমিটির পরিচিতি সভা
২৯ সেপ্টেম্বর ২০১৮ ১১:০৮ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮ ১২:২৯
।। কবির আল মাহমুদ।।
স্পেন থেকে: স্পেনে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন স্পেনের নবনির্বাচিত কমিটির পরিচিতিসভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর বাঙালি অধ্যুষিত লাভাপিয়েসের বাংলা টাউন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এ সভা। এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা কমিউনিটি নেতা সোহেল আহমদ শামসু। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ও সায়াদ মিয়া।
বক্তব্য দেন নবনির্বাচিত সভাপতি আলী হোসাইন চৌধুরী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান স্বপন চৌধুরী, সিনিয়র সহসভাপতি জাকির হোসাইন চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আমীন, সাংগঠনিক সম্পাদক শিপন মিয়া, জাহাঙ্গীর হোসাইন, ক্রীড়া সম্পাদক মিন্টু মিয়া, রুহেল মিয়াসহ আরও অনেকে।
নতুন কমিটির কর্মকর্তারা হলেন সভাপতি আলী হোসাইন চৌধুরী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী স্বপন, সাংগঠনিক সম্পাদক শিপন মিয়া, সিনিয়র সহ সভাপতি জাকির হোসাইন চৌধুরী, সহ সভাপতি রুবেল আহমদ (চুনারুঘাট), সহ সভাপতি ইদ্রিস মিয়া, সহ সভাপতি রুহেল আহমদ চৌধুরী, সহ সভাপতি কাজী মিজানুর রহমান, সহ সভাপতি মিজানুর রহমান, সহ সভাপতি মামুন মিয়া, সিনিয়র সহ সাধারণ সম্পাদক সাইফুল আমীন, সহ সাধারণ সম্পাদক এনাম চৌধুরী, সহ সাধারণ সম্পাদক শাহ শহিদুল ইসলাম দুলদুল, সহ সাধারণ সম্পাদক চুনু মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক খিজির মিয়া, সহ সাংগঠনিক লিটন মিয়া, সহ সাংগঠনিক আবিদুর রহমান জাসিম, সহ সাংগঠনিক নাজমুল ইসলাম, অর্থ সম্পাদক পায়েল চৌধুরী, সহ অর্থ সম্পাদক জামাল আহমদ, প্রচার সম্পাদক হোসাইন ইকবাল, সহ প্রচার সম্পাদক সাব্বির আহমদ, সহ প্রচার সম্পাদক নুরুল ইসলাম, সমাজসেবা সম্পাদক ফয়সাল আহমদ, সহ সমাজসেবা সম্পাদক কুতুব রাব্বানী, ধর্ম সম্পাদক মাওলানা আনাস চৌধুরী, সহ ধর্ম সম্পাদক শাহিদুর রহমান, শিক্ষা ও সাহিত্য সম্পাদক সাগর আহমদ, সহশিক্ষা ও সাহিত্য সম্পাদক মুবাশ্বির আহমদ, আইন সম্পাদক খালেদ আহমদ, সহ আইন সম্পাদক শাহ রাজু, ক্রীড়া সম্পাদক মহসিন আহমদ লুৎফুর, ক্রীড়া সম্পাদক মোজাম্মেল হোসেন মিন্টু, সংস্কৃতিক সম্পাদক জিলা মিয়া, সহ সংস্কৃতি সম্পাদক হেলাল আহমদ মুনিম রহমান, ছাত্র বৃত্তি সম্পাদক আল আমিন শিপলু, সহ ছাত্র বৃত্তি সম্পাদক সাইফুল মিয়া, আন্তর্জাতিক সম্পাদক সিয়াম আহমদ, সহ আন্তর্জাতিক সম্পাদক ইকবাল হোসাইন দুলাল, যোগাযোগ বিষয়ক সম্পাদক শাহিন মিয়া, সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক হোসাইন আহমদসহ অন্যান্যরা।
নব নির্বাচিত সভাপতি আলী হোসাইন চৌধুরী উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা আমাদের যে গুরু দায়িত্ব দিয়েছেন তা পালন করতে আমরা আপনাদের সহযোগিতা চাই। আমরা আপনাদের সহযোগিতায় যথাযথভাবে পালন করবো এবং এই সংগঠনের ঐতিহ্যকে আরো সমৃদ্ধ করবো। এই সংগঠনকে একটি আদর্শ সংগঠনে পরিণত হবে।
সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী স্বপন অনুষ্ঠান সফল করার জন্য যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে গ্রেটার সিলেট এসোসিয়েশনসহ বিভিন্ন আঞ্চলিক সমিতির নেতারা নব নির্বাচিত নেতৃাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সারাবাংলা/এমএইচ