Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়ূর সিংহাসন পেতে রঙিন স্বপ্ন দেখছে বিএনপি: কাদের


২৮ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৩৮ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮ ১৪:২১

।। স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট।।

ঢাকা: ক্ষমতার ময়ূর সিংহাসন ফিরে পেতে বিএন‌পি আবারও রঙিন স্বপ্ন দেখছে ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও প‌রিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

‌তি‌নি ব‌লেন, ‘ক্ষমতার ক্ষুধা বিএনপিকে উন্মাদ করে ফেলেছে। ২০০৬ সাল থেকে বড় ক্ষুধা! ক্ষমতা ছাড়া বিএনপি কিছু বোঝে না। ক্ষমতার ক্ষুধায় তারা পাগল হয়ে প্রলাপ বকছে।’

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘দেশে এ মুহূর্তে মানুষ নির্বাচনমুখী। আন্দোলনের কোন মন-মানসিকতা ভোটারদের মাঝে নেই। সবাই নির্বাচনকে সামনে রেখে ভোটের প্রস্তুতি নিচ্ছে। আন্দোলন কখন হয়? যখন আন্দোলনের বস্তুগত পরিস্থিতি বিরাজমান থাকে। দেশের কোথাও অসন্তোষ নেই। জনমনে ক্ষোভ নেই। জনমনে কোনো অশান্তি নেই। অশান্তি শুধু বিএনপির ক্ষমতা লাভকে কেন্দ্র করে। তারা ক্ষমতা চায়, ক্ষমতাকে কেন্দ্র করে আবার ও লুটপাটের রাজত্ব কায়েম করতে চায়।’

অক্টোবরে বিএনপির রাজনীতির মাঠ দখলের ঘোষণার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘অক্টোবর মাসে তারা নাকি রাজনীতির মাঠ দখল করবে! বাংলাদেশ অচল করবে, ঢাকা অচল করবে! আমিও বলতে চাই, আমরা কোনো পাল্টাপাল্টি কর্মসূচি করব না। কিন্তু যারা দেশের শান্তি বিনষ্ট করবে দেশের জনগণের জানমালকে জিম্মি করে নিরাপত্তাকে জিম্মি করে ঢাকা অচল করতে যাবে জনগণ তাদেরকেই অচল করে দেবে।’

বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘খবর আছে, ঢেউ নেই। কোন বছর আসবে সেটা একমাত্র আল্লাহ জানে, সৃষ্টিকর্তা জানে। মরা গাঙ্গে ঢেউ আর আসবে না। বিএনপির আন্দোলন নেতিবাচক রাজনীতির জন্য মরা গাঙ্গে রূপ নিয়েছে। এই গাঙ্গে আন্দোলনের জোয়ার আর আসবে না। আমরা কাউন্টার মিটিং আমরা করব না। নেতাকর্মীরা সব জায়গায় সতর্ক পাহারায় থাকবে। কেউ যাতে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে। নৈরাজ্যের বিরূদ্ধে পাড়ায় পাড়ায় ঘরে ঘরে মহল্লায় মহল্লায় আমরা যাব। জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাস-নৈরাজ্যের বিরূদ্ধে ক্যাম্পেইন করব। নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য অনুরোধ করব।’

বিজ্ঞাপন

ডিসেম্বরের নির্বাচনে সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করার ঘোষণা দিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষের যে শাখা প্রশাখা আমাদের সমাজে বিস্তার করেছে, সে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষকে আমরা সমূলে উৎপাটন করব। জাতীয় সংসদ নির্বাচনে সাম্প্রদায়িক অপশক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে পরাজিত করে বাংলাদেশকে আমরা সাম্প্রদায়িকতার অশুভ শক্তির করালগ্রাস থেকে মুক্ত করব। এটাই হোক আজকে আমাদের শপথ।’

সারাবাংলা/এমএমএইচ/এমএইচ

আওয়ামী লীগ একাদশ নির্বাচন ওবায়দুল কাদের জাতীয়-নির্বাচন বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর