ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
২৮ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৩০ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৩৩
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন দুই জন। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) ভাঙ্গা উপজেলার নওপাড়া ও কলাতলা নামক স্থানে হতাহতের এসব ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহফুজার রহমান জানান, ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নওপাড়া নামক স্থানে ফরিদপুর থেকে ছেড়ে আসা একটি ত্রীহুইলার নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে থ্রীহুলারের দুই যাত্রী নুরু মুন্সী এবং রোজিনা বেগম ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় আহত হয় আরও দুই যাত্রী।
অপরদিকে, খুলনা-মাওয়া- ঢাকা মহাসড়কের মালীগ্রাম কলাতলা নামক স্থানে ভাঙ্গা থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস মাওয়া যাওয়ার পথে দাঁড়িয়ে থাকা একটি অটো ভ্যানকে চাপা দেয়। এত ঘটনাস্থলেই অটোভ্যান চালক মজিবর শেখ মারা যান।
এঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করলে যানজট তৈরি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
সারাবাংলা/এনএইচ