আওয়ামী লীগ কথায় নয়, উন্নয়নে বিশ্বাসী: গোলাম দস্তগীর গাজী
২৭ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৪১ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮ ২০:৫১
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
নারায়ণগঞ্জ: আওয়ামী লীগ সরকার কথায় নয়, উন্নয়নে বিশ্বাসী বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে রূপগঞ্জের ভোলাব ৮ নম্বর ইউনিয়নে এক উঠান বৈঠক ও গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, ‘আমি সকল নেতাকে নিয়ে গণসংযোগ করছি। যারা ভোট দেবে তাদের সঙ্গে নিয়ে আমি কাজ করছি। এ সরকার কথায় নয়, উন্নয়নে বিশ্বাসী। আর উন্নয়ন হচ্ছে জনগণের জন্য। রূপগঞ্জবাসী আরও বেশি উন্নয়ন চাইলে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে নৌকাকে জয়ী করতে হবে।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন প্রত্যেকটি গ্রাম হবে শহর। তারই ধারাবাহিকতায় রূপগঞ্জে ব্যাপক উন্নয়ন করেছি। ভোলাব ৮নং ইউনিয়নে ৭০ লাখ টাকা ব্যয়ে একটি প্রাইমারি স্কুলের নিমার্ণ কাজ শেষের দিকে। এছাড়া রূপগঞ্জের প্রতিটি মানুষ গ্যাস পেয়েছে বিদ্যুৎ পেয়েছে। আর যারা নতুন বাড়ি করবে তারা সাতদিনের ভেতরে বিদ্যুৎ পাবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন মোল্লা,সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মো.সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মানজারি আলম টুটুল, রূপগঞ্জ যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী নীলা, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রীতা, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব হোসেন মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভূঁইয়া ভোলাব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক হাসান আশকারী, ইউনিয়নের মহিলা মেম্বার পারভীন আক্তারসহ অন্যরা।
সারাবাংলা/এসজে/একে