Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে অস্ত্রসহ দুই ‘যুবলীগ কর্মী’ গ্রেফতার


২৫ সেপ্টেম্বর ২০১৮ ২১:৫৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ। গ্রেফতার হওয়া দুজন এলাকায় যুবলীগ কর্মী হিসেবে পরিচিত। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) রাতে নগরীর টেক্সটাইল মোড় বার্মা হাজারী ফ্যাক্টরি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া দুজন হলেন, রহিম মিয়া ও মো. সাইফুল ইসলাম।

তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও একটি কার্তুজ এবং একটি চাপাতি উদ্ধার করা হয়েছে বলে সারাবাংলাকে জানিয়েছেন বায়েজিদ বোস্তামি থানার পরিদর্শক (তদন্ত) প্রিটন সরকার।

প্রিটন সরকার সারাবাংলাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত দুই সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা আছে।

স্থানীয় সূত্র জানায়, গ্রেফতার হওয়া দুইজনই স্থানীয়ভাবে যুবলীগ কর্মী পরিচয় দিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে যুক্ত। সম্প্রতি বায়েজিদ বোস্তামি থানার চন্দ্রনগর এলাকার ঝুট ব্যবসায়ী রহমানের কাছে চাঁদা দাবি করে তারা। এ বিষয়ে রহমান থানায় অভিযোগ দায়ের করেন।

সারাবাংলা/আরডি/এনএইচ

অস্ত্রসহ গ্রেফতার চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর