খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
২ জানুয়ারি ২০১৮ ১৩:৪৩ | আপডেট: ৩ জানুয়ারি ২০১৮ ১৯:৫৭
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, কুমিল্লা
কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা ও হত্যা মামলায় আদালত অভিযোগপত্র গ্রহণ করেছে। অভিযোগগ্রহণ শেষে আদালত বিএনপি চেয়ারপারর্সন খালেদা জিয়াসহ ৪৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
মঙ্গলবার কুমিল্লার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়নব বেগম এ আদেশ দেন।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজমুস সাদত জানান,২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে ৮ যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন।
এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ৬ নেতাকে হুকুমের আসামি করা হয়। ৭৭জন আসামির মধ্যে তিনজন মারা যান,৫জনকে অভিযোগপত্র থেকে বাদ দেয়া হয়।
খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে তদন্তকারী কর্মকর্তা ফিরোজ আহমেদ চার্জশিট দাখিল করেন। মঙ্গলবার আদালত চার্জশিট গ্রহণ করে আদালতে ২০জন উপস্থিত থাকায়, খালেদা জিয়াসহ অনুপস্থিত অপর ৪৯জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
সারাবাংলা/আরসি/জেডএফ