Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মক্কা মহানগর আওয়ামী লীগের সভা


২২ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সৌদি আরব প্রতিনিধি।।

আগামী ১১তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আলোচনা সভা করেছে মক্কা মহানগর আওয়ামী যুবলীগ। শুক্রবার পবিত্র মক্কায় স্থানীয় একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন মক্কা মহানগর যুবলীগের সভাপতি শহীদ হোসেন পাটোয়ারী। এম মুজিব উল্লাহর পরিচালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মক্কা যুবলীগের সিনিয়র সহসভাপতি কে এম আক্তার হোসেন, সহ-সভাপতি আছলাম সেলিম।

সভায় বক্তব্য দেন মক্কা মহানগর যুবলীগের সহ-সভাপতি আব্দুল হক, সহ-সভাপতি জিয়াউদ্দিন, সহ-সভাপতি এম এম ফরিদসহ অন্যান্য নেতারা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘বাংলাদেশ ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। আরও উন্নয়ন কাজ বাকি। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।

সারাবাংলা/একে