Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামালপুরে যমুনার পানি কমছে


২০ সেপ্টেম্বর ২০১৮ ১৩:২০

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

জামালপুর : যমুনার পানি কমতে শুরু করায় জামালপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

গত ২৪ ঘন্টায় যমুনার পানি বাহাদুরাবাদ পয়েন্টে ৪ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

যমুনার পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার নদী তীরবর্তী এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যার পানিতে ডুবে গেছে ৩ হাজার ৬০০ হেক্টর জমির রোপা আমন ও সবজির ফসলি জমি। বন্যার কারনে জেলার ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

বন্যার পানি কমতে শুরু করায় কিছুটা স্বস্তিতে রয়েছেন স্থানীয়রা। তাদের আশা শিগগিরই পানি নেমে গেলে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করবেন তারা।

সারাবাংলা/এসএমএন

জামালপুর বন্যা পরিস্থিতি যমুনার পানি

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর