কুমিল্লায় আলাদা সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
২০ সেপ্টেম্বর ২০১৮ ১১:৩১
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
কুমিল্লা : কুমিল্লায় আলাদা সড়ক দুর্ঘটনায় দুইজন মারা গেছে।
বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কোরপাই ও কালাকচুয়া এলাকায় এসব ঘটনা ঘটে। দুটি লাশই উদ্ধার করেছে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রামগামী মুরগি বহনকারী একটি মিনি কাভার্ড ভ্যান কোরপাই এলাকায় পৌঁছলে সামনে দাঁড়ানো অজ্ঞাত গাড়িকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক আবু সেলিম ঘটনাস্থলেই মারা যান। আবু সেলিম শেরপুর জেলার ভারেরা গ্রামের অজিউদ্দিনের পুত্র।
প্রায় একই সময়ে সকাল ৭টার দিকে মহাসড়কের বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় রাস্তার পাশে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা রাতের কোন সময়ে গাড়ি থেকে পড়ে নিহত হন ওই ব্যাক্তি। তার পরিচয় নিশ্চিতের কাজ চলছে বলেও জানান ওসি।
সারাবাংলা/এসএমএন