Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সমালোচনা করার অধিকার রয়েছে, ধ্বংস করার নয়’


১ জানুয়ারি ২০১৮ ১১:১১

সারাবাংলা ডেস্ক

নাগরিকদের সমালোচনা করার অধিকার রয়েছে, ধ্বংস করার নয়, বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

দেশটিতে গত চারদিন ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভের পর রোববার মন্ত্রী পরিষদের বৈঠকে তিনি এ মন্তব্য করেন। এ সময় রুহানি আরও বলেন, ‘আমরা জানি সমস্যা রয়েছে, সেটা সমাধান জরুরি। কিন্তু এ বিষয়ে কোনো সহিংসতা সহ্য করা হবে না।’

বিবিসি জানিয়েছে, ইরানে ২০০৯ সালের পর কোনো সরকারবিরোধী আন্দোলন এত বড় সহিংসতায় রূপ নিয়েছে। ইতোমধ্যে বিক্ষোভে অন্তত দুজন নিহত হয়েছে।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার থেকে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভে নামে দেশটির বিপুল সংখ্যক সাধারণ মানুষ। এ সময় বিক্ষোভকারীরা বেকারত্ব ও দারিদ্র্য ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে আওয়াজ তোলেন।

এ সময় তারা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি, প্রেসিডেন্ট হাসান  রুহানির বিরুদ্ধে স্লোগান দেয়। এ সময় তারা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সমস্যার প্রতি নজর না দিয়ে নিজ দেশের সমস্যা সমাধানের দিকে নজর দেওয়ার আহ্বান জানান দেশটির সরকারকে।

সারাবাংলা/টিএম/আইজেকে

ইরান সরকার বিক্ষোভ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর