Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভৈরবে ইউপি সদস্যকে গুলি করে হত্যার চেষ্টা


১১ সেপ্টেম্বর ২০১৮ ১৮:২১

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

ভৈরব : ভৈরবে দুর্বৃত্তদের গুলিতে এক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা গুরুতর আহত হয়েছেন। তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মান্নান মিয়া ভৈরব উপজেলার সাদেকপুর ৮ নম্বর ওয়ার্ড ইউপির সদস্য এবং একই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

এলাকাবাসী জানিয়েছে, মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে সাদেকপুর থেকে ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সরকার সাফায়েত উল্লাহর গ্রামের বাড়ী মৌটুপিতে চেয়ারম্যানের সঙ্গে মাসিক সভায় যোগ দেওয়ার জন্য রওনা হন মান্নান মিয়া। পশে ১০/১২ জনের একটি দল তার পথরোধ করে। এ সময় বাধা দিলে দূর্বৃত্তরা তার বুকের ডানদিকে গুলি করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা মান্নান মিয়াকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) মো. বাহালুল খাঁন বাহার বলেন, গুলি করার কথা শুনেছেন তিনি। তবে এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এসএমএন

ইউপি সদস্য গুলি করে হত্যার চেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর