Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী সহকর্মীর সঙ্গে নাস্তার অপরাধে সৌদিতে মিশরীয় যুবক গ্রেফতার


১১ সেপ্টেম্বর ২০১৮ ১৩:০০

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

সৌদি আরবে মিশরীয় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নারী সহকর্মীর সঙ্গে নাস্তা ও আপত্তিকর ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার(১১ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ বিষয়ে চল্লিশ সেকেন্ডের একটি ভিডিওসহ প্রতিবেদন প্রকাশ করে।

ভিডিওতে দেখা যায়, আপাদমস্তক ধর্মীয় পোশাক পড়া এক নারী নাস্তার টেবিলে বসে আছেন। তারা পাশের পুরুষটি মোবাইল ক্যামেরায় সেই দৃশ্য ধারণ করছে। ভিডিওতে দুজনের হাস্যরস ও মেয়েটিকে ছেলেটির মুখে খাবার তুলে দিতে দেখা যায়।

রক্ষণশীল সৌদি আরবে পারিবারিক সম্পর্কের বাইরে নারী-পুরুষ মেলামেশা গর্হিত কাজ হিসেবেই দেখা হয়। তাই পুরো বিষয়টি অবমাননাকর ঠেকেছে সৌদি কর্তৃপক্ষের কাছে।

দেশটির শ্রম মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আপত্তিকর ভিডিওতে জড়িত থাকার অপরাধে ঐ যুবককে গ্রেফতার করা হয়েছে। সেই সাথে হোটেল মালিককে তলব করা হয়েছে সরকারের নীতি মানতে ব্যর্থ হবার জন্য।

সারাবাংলা/এনএইচ
সৌদি আরবে আরও দুই নারী মানবাধিকার কর্মী গ্রেফতার

প্রশ্নবিদ্ধ নারী ক্ষমতায়ন সৌদি আরব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর