পিকআপ ভ্যান চাপায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু, সড়ক অবরোধ
১০ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৫৫
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর-ভোলা সড়কের মজু চৌধুরীর হাট এলাকায় বালুভর্তি পিকআপ ভ্যানের চাপায় এক মাদ্রাসা শিক্ষার্থী মারা গেছে। সোমবার (১০ সেপ্টেম্বর) সকালে এই ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম ইব্রাহীম। তার বাবার নাম নিজাম উদ্দিন। সে স্থানীয় জাবারুল হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিল।
এদিকে ইব্রাহীমের মৃত্যুর পর বিক্ষুব্ধ এলাকাবাসী পিকআপ ভ্যানটি আটক করে ভাংচুর করে। পরে ওই সড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখেন তারা। এতে ওই পথে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন সাধারন মানুষ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, মজু চৌধুরীর হাট এলাকা থেকে ছেড়ে আসা বালু ভর্তি পিকআপ ভ্যানটি (ঢাকা মেট্রো-ড ১১-৩০-৩৪) ঘটনাস্থলে এসে মাদ্রাসা ছাত্র ইব্রাহীমকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। এসময় স্থানীয় এলাকাবাসী ও আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে পিকআপ ভ্যানটি ভাংচুর করে সড়ক অবরোধ করে রাখে।
পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সারাবাংলা/এসএমএন