Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনী ট্রেনযাত্রায় আওয়ামী লীগের নেতারা


৮ সেপ্টেম্বর ২০১৮ ০৯:২০ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৪৬

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: একাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে ট্রেনযোগে উত্তরবঙ্গ সফর শুরু হয়েছে আওয়ামী লীগের প্রতিনিধিদলের। দুই দিনের সফরে টিমের নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নির্বাচন সামনে রেখে গঠিত ১৫টি সাংগঠনিক দলের চলমান সফরের অংশ হিসেবে শনিবার সকাল ৮টায় কমলাপুর রেলস্টেশন থেকে ‘নীলসাগর’ এক্সপ্রেসে চড়ে আওয়ামী লীগের প্রতিনিধিদল উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হয়।

প্রতিনিধি দলে ওবায়দুল কাদেরের সঙ্গে রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বি এম মোজাম্মেল হক, আনোয়ার হোসেন, আহমদ হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, উপ দফতর ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ অন্য নেতারা।

ঢাকা থেকে শনিবার সকালে যাত্রা শুরু করা ট্রেনটির সর্বশেষ গন্তব্য নীলফামারী। যাত্রা পথে ট্রেনটি ৮টি স্টপেজে যাত্রাবিরতি দেবে। যাত্রাবিরতির ওই জায়গাগুলোতে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগ নেতারা।

আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রাপথে তিনি টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, বগুড়া, জয়পুরহাট, দিনাজপুর ও নীলফামারী জেলার অন্তর্ভুক্ত রেলস্টেশনগুলোতে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য দেবেন।

এ সফরের মধ্যদিয়ে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরা এ সফরের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আওয়ামী লীগ নীতিনির্ধারক একাধিক নেতা।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও অন্যতম সফরসঙ্গী জাহাঙ্গীর কবির নানক সারাবাংলা ডটনেটকে বলেন, ‘সফরের মূল উদ্দেশ্য হলো বর্তমান সরকারের উন্নয়ন চিত্র সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়া।এ ছাড়া সরকারের বিগত ১০ বছরের উন্নয়নের অগ্রগতির চিত্র আমরা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে চাই।’

বিজ্ঞাপন

জাহাঙ্গীর কবির নানক আরও বলেন, ‘বিএনপির সময়ে ট্রেন লাইনের বেহালদশা ছিল। কোনো যাত্রী ট্রেনে উঠতে চাইত না। কিন্তু সরকারের উন্নয়নের ফলে এখন মানুষ ট্রেনমুখি। সরকারের উন্নয়নের গৃহীত পদক্ষেপের কারণেই এটা সম্ভব হয়েছে। উন্নয়নের বিষয়গুলো সকল মানুষকে অবগত করতে হবে।’

সফরের অপর সঙ্গী আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘রাজনীতিতে আরও বৈচিত্র্য আনতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু দলীয় নেতাকর্মী এবং ভোটার নয় সাধারণ জনগনও আমাদের এ রেলযাত্রাকে স্বাগত জানাবে।’

তিনি বলেন, ‘তৃতীয়বারের মতো আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে সর্বস্তরের জনগণকে দেশের উন্নয়ন সম্পর্কে অবগত করার পাশাপাশি বিএনপি-জামায়াতের জ্বালাও পোড়াও সম্পর্কে সাধারণ জনগণকে অবগত করতে হবে।

সফর প্রসঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, এই সফরের মাধমে আমরা জনসাধারণের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। পাশাপাশি সফরকালে বিভিন্ন স্টেশনে যাত্রাবিরতির মাধ্যমে সাধারণ মানুষের কাছে সরকারের উন্নয়ন পদক্ষেপ তুলে ধরব।

‘আমরা ট্রেন যাত্রীদের সঙ্গেও কথা বলব। তাদের মনোভাব জানব’ বলেন খালিদ মাহমুদ চৌধুরী।

সারাবাংলা/একে

আরও পড়ুন:

ট্রেনে চড়ে উত্তরবঙ্গ যাচ্ছেন আওয়ামী লীগ নেতারা

আওয়ামী লীগ উত্তরবঙ্গ সফর