Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দূরত্ব মুছে রাজশাহী আ.লীগকে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশনা কেন্দ্রের


৬ সেপ্টেম্বর ২০১৮ ১৯:২৪

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ছোটখাট দূরত্ব ঘুচিয়ে ফেলে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজশাহী আওয়ামী লীগকে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছে, প্রার্থী হওয়ার অধিকার সবার আছে। কিন্তু দল যাকে যোগ্য মনে করবে, তাকে নৌকা উপহার দেবে। নৌকার প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে সর্বাত্মক চেষ্টা করতে হবে।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে রাজশাহী মহানগর ও রাজশাহী জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভার বৈঠকে এমন নির্দেশনা দেওয়া হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এতে সভাপতিত্ব করেন।

বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী ও মহানগর আওয়ামী লীগকে গ্রুপিং-কোন্দল নিরসনের নির্দেশনা দেওয়া হয়। নিজেদের মধ্যে ছোটখাট ভুল ও ক্ষোভ ভুলে গিয়ে দলের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে বলা হয়। এছাড়া আগামীতে যাকে নৌকার মনোনয়ন দেওয়া হবে, তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে বলা হয়। এ লক্ষ্যে আগামী ২২ সেপ্টেম্বর রাজশাহীতে জেলা আওয়ামী লীগের সঙ্গে রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা জাহাঙ্গীর কবির নানক ও খালিদ মাহমুদ চৌধুরীর বৈঠক অনুষ্ঠিত হবে। তবে সভায় জেলা ও মহানগর প্রভাবশালী নেতারা একে অন্যের বিরুদ্ধে সাংগঠনিক অভিযোগ ও ক্ষোভ প্রকাশ করেন।

এদিকে, মতবিনিময় সভা শুরুর আগে রাজশাহীর নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘জনমতের ভিত্তিতে নমিনেশন দেওয়া হবে। যে বেশি গ্রহণযোগ্য, তাকে মনোনয়ন দেওয়া হবে। যত প্রভাবশালী নেতাই হোন না কেন, জনমত পক্ষে না থাকলে নমিনেশন পাবেন না। যদি নমিনেশন না পেয়ে কেউ কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা করেন, তাদের শাস্তি দেওয়া হবে।’

বিজ্ঞাপন

এ বিষয়ে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ সারাবাংলাকে বলেন, নেতারা আমাদের নিজেদের মধ্যে ছোটখাট ভুল বোঝাবুঝি থাকলে সেগুলো ভুলে গিয়ে দলের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশনা দিয়েছেন। আর আগামী নির্বাচনে যাকেই নৌকার মনোনয়ন দেওয়া হবে, তাকেই বিজয়ী করার জন্য সর্বাত্মক চেষ্টা করার কথা বলেছেন। আর আমাদেরও যে যার বিরুদ্ধে যতটুকু ক্ষোভ ছিল, তা নেতাদের সামনে উপস্থাপন করেছি।

আগামী ২২ সেপ্টেম্বরের বৈঠকের বিষয়ে আসাদুজ্জামান আসাদ বলেন, দীর্ঘ সময় ধরে জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির বৈঠক হয়নি। সেই বৈঠক আগামী ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সেখানে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার সারাবাংলাকে বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে সবাইকে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। সবাইকে মিলেমিশে চলার নির্দেশনা দিয়েছেন নেতারা।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় এক নেতা বলেন, যে কেউ প্রার্থী হতে পারে। কিন্তু তাই বলে কাউকে হেয় প্রতিপন্ন করে, কাউকে ছোট করে কথা বলা যাবে না। আমরা সবাই আওয়ামী লীগ করি। তাই দলের স্বার্থে সরকার যে উন্নয়ন করেছে, তা তুলে ধরে জনগণের দ্বারে দ্বারে গিয়ে নৌকার পক্ষে ভোট চাইতে হবে। এ কথাই বলা হয়েছে রাজশাহীর নেতাদের।

বৈঠকে রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপদফতর ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, উপদফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, এস এম কামাল হোসেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও  মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহসভাপতি মীর ইকবাল, উপপ্রচার সম্পাদক মীর ইসতিয়াক আহম্মেদ লিমনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন-

অসুস্থ প্রতিযোগিতা করে এমপি হওয়া যাবে না: কাদের

‘নির্বাচনকালীন সরকারের কথা প্রধানমন্ত্রী জানেন, অর্থমন্ত্রী নয়’

সারাবাংলা/এনআর/টিআর

আওয়ামী লীগ ওবায়দুল কাদের রাজশাহী আওয়ামী লীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর