আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে: হানিফ
২ সেপ্টেম্বর ২০১৮ ১৪:০৬ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০১৮ ১৪:০৮
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী প্রায় চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
রবিবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশনে ইমামদের রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন দেওয়া নিয়ে আওয়ামী লীগ কতটুকু কাজ করেছে জানতে চাইলে হানিফ বলেন, ‘তফসিল ঘোষণার পরই মনোনয়ন কারা পাচ্ছে সেটা চূড়ান্ত ভাবে বলা যাবে। আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। দলের সভানেত্রী বিভিন্ন উইংস থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করছেন। সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তিকেই মনোনয়ন দেওয়া হবে। সেই তালিকাও মোটামুটি প্রস্তুত, আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থিতা প্রায় চূড়ান্ত করে ফেলেছে।’
নির্বাচনের আগে খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকার গঠন নিয়ে বিএনপির দাবির বিষয়ে হানিফ বলেন, ‘বিএনপি কি করবে না করবে এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। আমরা মনে করি বিএনপি তাদের নেত্রী খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার বিষয়ে যে দাবি করেছে তা সম্পূর্ণ অযৌক্তিক। একমাত্র রাষ্ট্রপতিই পারেন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে। সেই ক্ষেত্রে খালেদা জিয়াকে মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে। এর বাইরে রাজনৈতিক ভাবে মুক্ত করার কোনো সুযোগ নেই।’
‘বিএনপির আজ এই দাবির মধ্যে একটি বিষয় জাতির সামনে পরিষ্কার হয়ে উঠেছে বিএনপি নেত্রী খালেদা জিয়া টাকা আত্মসাৎ করেছিলেন এই ব্যাপারে তার দলের নেতারা সুনিশ্চিত। সুনিশ্চিত হয়েই তারা ধরে নিয়েছেন আদালতে নির্দোষ প্রমাণ করতে পারবেন না, তাই রাজনৈতিকভাবে মুক্তির চেষ্টা করছে। আমরা মনে করি রাজপথে আন্দোলনের হুমকির মধ্য দিয়ে বিএনপি নেত্রীর দুর্নীতি ও অপকর্মকে আড়াল করার চেষ্টা করা হয়েছে এবং খালেদা জিয়ার অপরাধ তারা স্বীকার করে নিয়েছে।’
আবার দেশ অস্থিতিশীল হলে আওয়ামী লীগের অবস্থান কি থাকবে জানতে চাইলে হানিফ বলেন, ‘বিএনপি ২০১৪ সালে নির্বাচনে অংশ না নিয়ে সারা দেশে যে অরাজকতা সৃষ্টি করে একটা ভুল রাজনৈতিক সিদ্ধান্ত তারা নিয়েছিল। এই ধরণের ভুল আবার বিএনপি করবে না। সন্ত্রাসী কর্মকাণ্ড যদি তারা করে অতীতে যেমন জনগণ তাদের প্রতিহত করেছে ভবিষ্যতেও করবে।’
নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবির প্রতিক্রিয়া জানতে চাইলে হানিফ বলেন, ‘কোনো রাজনৈতিক দলের ইচ্ছা-অনিচ্ছার উপর সব কর্মকাণ্ড হয় না, সব রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতি বৈঠক করে, সবার পরামর্শের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সেই নির্বাচন কমিশন কারও ইচ্ছা-অনিচ্ছায় যখন-তখন ভেঙে পুনর্গঠন করার দাবিটা যৌক্তিক নয়।’
সারাবাংলা/এমএমএইচ/এমও