Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় জামায়াতের সাত নারী কর্মীসহ আটক ৯


২৮ আগস্ট ২০১৮ ১৫:৪৫

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

কুমিল্লা : নাশকতার পরিকল্পনা করার অভিযোগে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর বিজয়পুর গ্রাম থেকে জামায়াতে ইসলামীর নয় কর্মীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে সাতজনই নারী।

মঙ্গলবার (২৮ আগস্ট) বেলা ১১ টার দিকে উত্তর বিজয়পুর গ্রামের জামায়াত নেতা মাওলানা মকবুল আহমদের বাড়ী থেকে তিনিসহ এই নয়জনকে আটক করা হয়।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, মকবুল আহমেদের বাড়িতে বসে নাশকতার পরিকল্পনা করছিলেন এই জামায়াত কর্মীরা। গোপন বৈঠক করার সময় সাত নারী ও দুই পুরুষ সদস্যকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে বেশ কিছু জিহাদ সংক্রান্ত বইও জব্দ করা হয়েছে। আটক জামায়াত সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেওন জানান ওসি। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসএমএন

আটক জামায়াতে ইসলামী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর