Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত


২৭ আগস্ট ২০১৮ ১৪:১৬

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

কুমিল্লায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪২তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার(২৭ আগস্ট) সকাল ৯টায় কুমিল্লা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে চেতনায় নজরুল স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।


কুমিল্লার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুনসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।


পরে জেলা প্রশাসন, নজরুল ইন্সটিটিউট ও নজরুল পরিষদের আয়োজনে নজরুল সঙ্গীত, হামদ, না’ত ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সারাবাংলা/এনএইচ

কাজী নজরুল ইসলাম মৃত্যুবার্ষিকী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর