Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যান্সারের কাছে হার মানলেন সিনেটর জন ম্যাককেইন


২৬ আগস্ট ২০১৮ ০৮:৩৩ | আপডেট: ২৬ আগস্ট ২০১৮ ০৯:২০

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

অবশেষে ক্যান্সারের কাছে হার মানলেন জনপ্রিয় মার্কিন সিনেটর ও রিপাবলিকান দলের সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী জন ম্যাককেইন। শনিবার (২৫ আগস্ট) বিকেল ৪টা ২৮ মিনিটে ৮১ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবর বিবিসি।

ছয় বারের এই অ্যারিজোনা সিনেটর গত বছর মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত হন। সবশেষ শুক্রবার তার পরিবার জানিয়েছিল, স্বেচ্ছায় ক্যানসারের চিকিৎসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন ম্যাককেইন।

সিনেটর হিসেবে ম্যাককেইন তার রাজনৈতিক জীবনে প্রচণ্ড স্পষ্টবাদী ছিলেন। নিজ দলের নির্বাচিত প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও তিনি ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তার মৃত্যুতে বিশাল শূন্যতা তৈরি হয়েছে বলে রিপাবলিকান দলের পক্ষ থেকে জানান হয়।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটারে শোক জানিয়ে বলেন, ম্যাককেইনের মৃত্যুতে তার পরিবারের জন্য আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আমাদের প্রার্থনা ও ভালোবাসা তার সাথে থাকবে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ম্যাককেইনের মতো আমরা খুব কম লোকই পরীক্ষিত হয়েছি। তার মতো উদ্দীপনা ও প্রাণশক্তি দুর্লভ। অধিকতর ভালো কাজটার জন্য আমরা তার কাছ থেকে উৎসাহ নিতে পারি। সেরা কাজটা তিনি সবসময় আমাদের করে দেখিয়েছেন। উল্লেখ্য, ২০০৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জন ম্যাককেইন প্রতিদ্বন্দ্বী বারাক ওবামার কাছে পরাজিত হন।

আমেরিকায় ম্যাককেইন যুদ্ধকালীন সময়ের নায়ক হিসেবে বিবেচিত। ভিয়েতনামে যুদ্ধবন্দী হয়ে দীর্ঘ পাঁচ বছর নির্যাতন ভোগ করার পরও তিনি শত্রু শিবিরে অনমনীয় ছিলেন। পরে তাকে মুক্ত করা হয়। বাবার মৃত্যুতে ম্যাককেইনের মেয়ে মেগান বলেন, তার কর্মজীবন সবার জন্য উদাহরণ, প্রত্যাশা ও ভালোবাসার নিদর্শন হয়ে রইলো।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএইচ

অ্যারিজোনা সিনেটর ক্যান্সারে মৃত্যু জন ম্যাককেইন মার্কিন যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর