Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিক্ষোভে উত্তাল ইরানের ৩ শহর, রাজপথে শত শত মানুষ


৩০ ডিসেম্বর ২০১৭ ১১:১৫

সারাবাংলা ডেস্ক

দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব ও অর্থনৈতিক অসমতার বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশ ইরানের বেশ কয়েকটি শহরের রাস্তায় নেমে শত শত মানুষ বিক্ষোভ করেছে বলে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে।

স্থানীয় সময় শুক্রবার রাজধানী তেহরান, কারমানশাহ ও মাশহাদ শহরে এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

ফার্স জানায়, শুক্রবার কারমানশাহ শহরে প্রায় ৩০০ বিক্ষোভকারীকে প্রতিবাদ করতে দেখা যায়। একপর্যায়ে তারা বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুর চালালে পুলিশের বাধার মুখে পড়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে বিক্ষোভ তেহরানেও ছড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, গত বৃহস্পতিবার হঠাৎ করেই ইরানের দ্বিতীয় বৃহত্তম মাশহাদ শহরে বিক্ষোভের সূত্রপাত হয়। সেখানে ‘কয়েক হাজার’ বিক্ষোভকারী অংশ নেয় বলে জানিয়েছে সরকারবিরোধী কয়েকটি দল। পরদিন বিক্ষোভ ছড়িয়ে পড়ে তেহরানেও।

গত কয়েকদিনে ইরানে প্রধান প্রধান কয়েকটি খাদ্যের মূল্য শতকরা ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়টি স্বীকার করেছেন ইরানের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ইশাক জাহাঙ্গিরি। তিনি বলেন, কিছু জিনিসপত্রের দাম আদতেই বেড়েছে। তবে এই মূল্যবৃদ্ধির কারণ সামাল দিতে কাজ করছে সরকার।

বিক্ষোভের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বিবিসি জানায়, অর্থনৈতিক অসঙ্গতির জের ধরে বিক্ষোভ শুরু হলেও পরে তা অনেকটা সরকারবিরোধী বিক্ষোভে রূপ নিয়েছে। বিক্ষোভকারীদের দেশটির প্রেসিডেন্ট বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানি ও ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলি খামেনির বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়।

বিজ্ঞাপন

এদিকে বিক্ষোভের পেছনে অর্থনৈতিক কারণ ছাড়াও অন্য কোনো শক্তির হাত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইশাক জাহাঙ্গিরি। তিনি বলেন, ইরানের রাস্তায় যা হচ্ছে, তার পেছনের ব্যক্তিরা ধারণা করছে তারা সরকারের ক্ষতি করতে পারবেন।

তিনি আরো বলেন, কিছু পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। কিন্তু দাম বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে সরকার কাজ করছে।

 

ইরান বিক্ষোভ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর