Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সদরঘাটে লঞ্চে উঠতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু


২১ আগস্ট ২০১৮ ১৪:২৯

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

রাজধানীর সদরঘাটে লঞ্চে উঠতে গিয়ে দেলোয়ার হোসেন(৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার(২১ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সদরঘাট নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ আব্দুর রাজ্জাক।

দেলোয়ারের স্বজন সায়ফুল সারাবাংলাকে জানান, দেলোয়ারের গ্রামের বাড়ি বরগুনায়। পূবালী লঞ্চে তার আত্মীয় স্বজন সকলে উঠে যাবার পর দেলোয়ার ও উঠাতে চেষ্টা করছিলেন। কিন্তু লঞ্চটি আগেই ছেড়ে দেয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি লঞ্চের সঙ্গে তিনি সজোরে আঘাত পান। এতে তার মাথায় প্রচুর রক্তক্ষরণ হয়। ঘটনাস্থলেই মারা যান দেলোয়ার।

সদরঘাট নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ আব্দুর রাজ্জাক সারাবাংলাকে বলেন, নিহত দেলোয়ারকে গ্রামে নিতে অ্যাম্বুলেন্সের প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এসএইচ

দুর্ঘটনা সদরঘাট লঞ্চ টার্মিনাল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর