আ.লীগ অফিসে হামলা: ৯ শিক্ষার্থীর জামিন মঞ্জুর
১৯ আগস্ট ২০১৮ ১৫:৫০ | আপডেট: ১৯ আগস্ট ২০১৮ ১৭:৩২
।। স্টাফ করেসপন্ডেন্ট৷।
ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ও পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা পৃথক তিন মামলায় ৯ শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত।
রোববার ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারীর আদালত জামিনের আদেশ দেন।
জামিন পাওয়া আসামিরা হলেন সোহাদ খান, মাসরিকুল ইসলাম, তমাল সামাদ, মাহমুদুর রহমান, ওমর সিয়াম, মাহাবুবুর রহমান, ইকবাল হোসেন, নাইমুর রহমান ও মিনহাজুল ইসলাম। এরা তিন মামলারই আসামি।
আসামিপক্ষে জামিন শুনানি করেন মিজানুর রহমান, আদনান রোজী, আব্দুল আলীম সহ আরও অনেকেই। শুনানি শেষে আদালত ৫ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুরের আদেশ দেন।
গত ৪ আগস্ট বিকেলে জিগাতলা ও ধানমন্ডিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের কার্যালয়ের কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। ওই ঘটনায় ধানমন্ডি থানায় আরও তিনটি মামলা দায়ের করা হয়।
সারাবাংলা/এআই/একে