Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরবঙ্গের টিকেট নেই, চট্টগ্রামের পথে ভোগান্তির শঙ্কা


১৮ আগস্ট ২০১৮ ১৩:৫৯

।। মীর মেহেদী হাসান, স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা : ঈদের আর বাকি মাত্র তিন দিন। এরই মধ্যে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়ি ফিরতে শুরু করেছেন অনেকেই। ট্রেনের টিকেট সোনার হরিণ হলেও কিছু কিছু রুটের বাসের টিকেট পাওয়া যাচ্ছে। তবে উত্তরবঙ্গের যাত্রীরা বেশ বিপাকে পড়েছেন। যারা এতদিনেও টিকেট সংগ্রহ করেননি, তারা এখন পাচ্ছেন না বাসের টিকেট।

ফলে শনিবার (১৮ আগস্ট) রাজধানীর যাত্রাবাড়ীর টিকেট কাউন্টারগুলোতে দেখা মিলল টিকেট প্রত্যাশীদের।

পরিবারের সঙ্গে ঈদ করতে ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন। তিনি জানালেন, সঠিক সময়েই যাত্রাবাড়ীর কাউন্টারগুলো থেকে বাস ছেড়ে যাচ্ছে বলে দেখেছেন তিনি। টিকিট পাওয়া যাচ্ছে এবং তার জানামতে ভাড়া বেশি নিচ্ছে না কাউন্টারগুলো।

তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম রুটের মূল সমস্যা যানজট। যানজটের কারণে এ রুটের মানুষকে সীমাহীন ভোগান্তিতে পড়তে হয়। তাই সহজে সঠিক দামে টিকেট পেলেও তার মূল দুশ্চিন্তা পথের যানজট নিয়ে। ঢাকা থেকে দুপুরে বের হয়ে কয়টা নাগাদ চট্টগ্রামে পৌঁছাবেন, সেটাই ভাবছেন তিনি।

স্ত্রী-সন্তান নিয়ে ঢাকা থেকে বান্দরবান যাচ্ছেন বাবু নামের আরেক যাত্রী। তিনি বলেন, ‘ভয় হচ্ছে রাস্তার ভোগান্তি নিয়ে। আমার সঙ্গে ছোট ছেলে-মেয়ে। রাস্তায় যদি যানজটে পড়ি, ওরা কষ্ট পাবে। দোয়া করবেন রাস্তায় যেন ভোগান্তিতে না পড়ি।’

যাত্রাবাড়ীর শ্যামলী পরিবহনের কাউন্টার ম্যানেজার আকাশ কুমার জানান, অন্য ঈদের তুলনায় এবার যাত্রী সংখ্যা অনেক বে‌শি। অন্যবার বেশি টাকা দিয়ে হলেও টিকেট পাওয়া যেত। কিন্তু এবার তাও পাওয়া যাচ্ছে না। বিশেষ করে উত্তরবঙ্গের কোনো বাসেরই টিকেট নেই। ১৯ আগস্ট থেকে শুরু করে ২৪ তারিখ পর্যন্ত ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সব বাসের টিকেট শেষ।

বিজ্ঞাপন

হা‌নিফ পরিবহনের কাউন্টার মাস্টার শা‌মীম বলেন, চট্টগ্রাম রুটের টিকেট সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। তবে অন্য ঈদের তুলনায় এইপথে এবার যাত্রীসংখ্যা কম। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের কারণে এই রুটের বেশিরভাগ যাত্রী রেলপথকে বেশি পছন্দ করেন বলেও জানালেন শামীম। তবে এরপরেও ঈদের ঠিক আগ মুহূর্তে টিকেট বিক্রি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

যাত্রবাড়ীর বাস কাউন্টারগুলো ঘুরে দেখা গেলো, অনেক যাত্রীই মালপত্র নিয়ে অপেক্ষা করছেন। যেহেতু শহরের বিভিন্ন স্থান থেকে যাত্রাবাড়ী পৌঁছতে কিছুটা সময় লাগে তাই আগেভাগেই চলে এসেছেন অনেকে। এখন অপেক্ষা বাস ছাড়ার। নির্দিষ্ট সময়ে বাস ছেড়ে দিলে তাতে চেপে বসছেন যাত্রীরা।

আরও পড়ুন-

মহাখালীতে যাত্রীর চাপ কম, বাড়তি টাকায় মিলছে বাসের টিকেট

সারাবাংলা/এমএমএইচ/এসএমএন

ঈদযাত্রা যাত্রাবাড়ি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর