Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুরে ইয়াবাসহ দম্পতি গ্রেফতার


১৬ আগস্ট ২০১৮ ১৪:৪৯

|| ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ||

দিনাজপুর : দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ধুলাউদাল মথুরাপুর এলাকা থেকে ২০৫ পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এরা হলেন- শাহ আলম (৩০) ও তার স্ত্রী শাহনাজ বেগম (২৭)।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) সকালে পার্বতীপুর মডেল থানায় এই দম্পতির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক (সিও) মেজর তালুকদার নাজমুছ সাকিব সারাবাংলাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শাহ আলম ও শাহনাজ দীর্ঘদিন থেকে মাদকের ব্যবসা করে আসছিলেন। অবশেষে তাদের গ্রেফতার করা সম্ভব হলো।

সারাবাংলা/এমআইআর/এসএমএন

 

ইয়াবা দিনাজপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর