শহিদুল আলম ও আটক শিক্ষার্থীদের মুক্তি চেয়ে সংহতি সমাবেশ
১১ আগস্ট ২০১৮ ১৯:৪৯ | আপডেট: ১১ আগস্ট ২০১৮ ২০:০১
।। ঢাবি করেসপন্ডেন্ট।।
আলোকচিত্রী শহিদুল আলম ও নিরাপদ সড়ক আন্দোলন থেকে সকল গ্রেফতারকৃত শিক্ষার্থীর মুক্তির দাবি জানিয়েছে লেখক-শিল্পী-ছাত্র-শিক্ষক ও সংস্কৃতিকর্মীরা। শনিবার(১১ আগস্ট) বিকেল ৫টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এক সংহতি সমাবেশে তারা এ দাবি জানান।
সমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, শিক্ষার্থীরা যেভাবে রাস্তায় নেমে আন্দোলন করেছে, এটা আমাদের দেশের জন্য অভূতপূর্ব ঘটনা। কোনো দায়িত্বশীল সরকার হলে এ আন্দোলন থেকে নতুন শক্তি পেত। কিন্তু সরকার উল্টো এ আন্দোলনকে দমন করতে হামলা চালিয়েছে। সরকার জনগণকে ভয় দেখাতে চাচ্ছে। কিন্তু আসলে সরকার নিজেই ভয়ের মধ্যে আছে।
শিক্ষামন্ত্রী ‘শিক্ষার্থীদের ক্ষমা করা যাবে না’ বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, ‘আপনাকে কে ক্ষমা করবে?’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে আনু মুহাম্মদ বলেন, ‘হামলাকারীরা নাকি বিএনপি-জামায়াত। কিন্তু তাদেরকে আপনারা কেন গ্রেফতার করছেন না? আমরা তো আজ পর্যন্ত কোনো হামলাকারীকে গ্রেফতার করতে দেখলাম না। আন্দোলন-সংগ্রামের সকল দায় আপনার বিএনপি-জামায়াতের ওপর চাপান। আপনারাই তো বিএনপি-জামাতকে জনপ্রিয় করে তুলছেন। শহিদুল ইসলাম ও আটককৃত সকল শিক্ষার্থীকে অবিলম্বে মুক্তি দিয়ে বাংলাদেশকে মুক্ত করুন।’
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘সমস্ত রাষ্ট্রব্যবস্থা এখন পচে গেছে ৷ এ রাষ্ট্রকে একমাত্র কিশোররাই রক্ষা করতে পারবে।’
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের গায়ে হাত দেবেন না। আপনার মাফিয়া গোষ্ঠীকে দমন করুন। এনএসএফের গুন্ডাবাহিনী দিয়ে আয়ুব সরকার এদেশে টিকতে পারেনি, বাংলাদেশেও এভাবে কেউ টিকে থাকতে পারবেন না।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. ফাহমিদুল হক বলেন, ‘শহিদুল আলম কোনো ভুল করলে তাকে আইনি প্রক্রিয়ায় গ্রেফতার করতে পারতেন। কিন্তু তা না করে তাকে হলিউডি ও বলিউডি কায়দায় গ্রেফতার করা হয়েছে। শহিদুল আলম এবং আটককৃত শিক্ষার্থীদের মুক্তির ওপরই দেশের মুক্তি নির্ভর করছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক তানজীমউদ্দিন খান বলেন, ‘আমরা এমন একটি সময় পার করছি যে সময়ে আইন আইনের গতিতে নেই। সবকিছু এক ব্যক্তিকেন্দ্রিক ৷ আমরা শহিদুল আলম ও আটককৃত শিক্ষার্থীদের মুক্তি চাই ।
সমাবেশে সোশ্যাল এক্টিভিস্ট তাসলিমা আক্তার লিমার সঞ্চালনায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফা,বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আজম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও পরিচালনা পর্ষদের সদস্য ফিরোজ আহমেদ, শহিদুল আলমের সহকর্মী সাইদিয়া গুলরুক, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ।
সারাবাংলা/একে