Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুন্দরবনে দুই ভারতীয়সহ গ্রেফতার ৪


১১ আগস্ট ২০১৮ ১২:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বাগেরহাট : সুন্দরবনের বলেশ্বর নদীর মাঝেরচর এলাকা থেকে দুই ভারতীয় নাগরিকসহ চারজনকে গ্রেফতার করেছ বাংলাদেশ কোস্টগার্ড। এসময় এফবি মিন্টু নামের একটি মাছ ধরার ট্রলারও জব্দ করা হয়েছে।

শুক্রবার (১০ আগস্ট) রাতে বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করেন কোস্টগার্ড সুপতি কন্টিনজেন্টের সদস্যরা।

কোস্টগার্ডের পেটি অফিসার হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে ট্রলারটি আটক করেন তারা। ট্রলারটিতে তল্লাশী চালিয়ে ছয় বোতল বিদেশি মদ ও মাছ ধরার বেশ কিছু উপকরণ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ভারতের চব্বিশ পরগনা জেলার ঝড়খালীর মাস্টারপাড়া গ্রামের রনজিৎ সানা (৩৮), বৃদ্ধাবলী পাড়ার সত্যজিৎ মজুমদার (২১), পিরোজপুরের ধাবরী গ্রামের পরিমল দাস (৫৮) এবং ঝালকাঠীর জেলার সংকর ধবল গ্রামের রমেশ চন্দ্র হালদার (৬৮)।

বিজ্ঞাপন

শরণখোলা থানার উপপরিদর্শক মহিদুল ইসলাম জানান, গ্রেফতার চার জেলেকে শুক্রবার রাত ৮টায় শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ডের পেটি অফিসার হাবিবুর রহমান বাদী হয়ে তাদের বিরুদ্ধে অনুপ্রবেশ, সরকারি শুল্ক ফাঁকি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের মামলা দায়ের করেছেন।

সারাবাংলা/এসএমএন

 

বিজ্ঞাপন

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
১৫ ডিসেম্বর ২০২৫ ০৮:২৯

আরো