Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গেন্ডারিয়ায় যুবকের আত্মহত্যা


৮ আগস্ট ২০১৮ ২৩:১৩

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

রাজধানীর গেন্ডারিয়ায় বাসার তৃতীয় তলা থেকে লাফিয়ে ইমন হোসেন(২০) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার (৮আগষ্ট) সন্ধ্যায় নিহত ইমনের নিজ বাসায় এই ঘটনা ঘটে বলে জানায় স্বজনরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৮টায় তাকে মৃত ঘোষণা করেন।

মৃত ইমনের বড়ভাই রুবেল হোসেন জানান, গেন্ডারিয়ায় বেগমগঞ্জে পাঁচতলা বাসার তৃতীয় তলায় নিজেদের বাড়িতে থাকতেন ইমন। ছয় মাস আগে পারিবারিকভাবে তার বিয়ে হয়। বিয়ের পর হতে স্ত্রীর ঝগড়াঝাঁটি লেগেই থাকতো ইমনের। স্ত্রী বাসা ছেড়ে চলে গেলে গতকাল ইমন তাকে ফিরিয়ে আনতে যায়। কিন্তু সেখানেও তাদের ঝগড়া বাধে। পরে ইমন একাই বাসায় ফিরে আসে।

এসব বিষয়ে মনের ক্ষোভ থেকে সন্ধ্যার পর জানলার ফাঁকা জায়গা দিয়ে লাফিয়ে নিচে পড়ে ইমন। এতে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া, ইমনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এনএইচ

আরও পড়ুন,
মুগদায় গলায় ফাঁস দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

আত্মহত্যা গেন্ডারিয়া

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর