Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে: হা‌নিফ


৩০ জুলাই ২০১৮ ১৩:৪৫ | আপডেট: ৩০ জুলাই ২০১৮ ১৫:২৫

।। স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট ।।

ঢাকা: সকাল থেকে রাজশাহী, বরিশাল ও সিলেটে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

সোমবার (৩০ জুলাই) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

হানিফ বলেন, ‘আওয়ামী লীগ প্রতিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে পরিচালনা করতে বদ্ধপরিকর। আজ সকাল থেকে তিন সিটিতে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে।’

বরিশালে আওয়ামী লীগের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে দাবি করে তিনি বলেন, ‘বরিশালের ১নং ওয়ার্ডে সৈয়দ মজিদুল ইসলাম কেন্দ্রে আওয়ামী লীগের এজেন্টদের বের করে দিয়েছিল বিএনপির প্রার্থী। পরে আবারও তাদের প্রবেশ করানো হয়েছে।’

‘১৮ নং ওয়ার্ডে বিএনপির প্রার্থী নৌকা মার্কার এজেন্ট বের করে দিয়েছে। ১৭নং ওয়ার্ডে আমাদের এজেন্ট বের করে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছে’- যোগ করেন আওয়ামী লীগের এ নেতা।

সিলেটে বিএনপি বিশৃঙ্খলা করেছে দাবি করে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘সিলেটের জালালউদ্দিন স্কুল ও মিনাবাজার ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে ব্যর্থ হয়েছে।’

দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন অবাধ সুষ্ঠু হচ্ছে দাবি করে হানিফ বলেন, ‘বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে হচ্ছে। পরাজয়ের শঙ্কা থেকে বিএনপি মিথ্যাচার করছে।’

তিনি বলেন, ‘যখনই বিএনপির পরাজয়ের শঙ্কা থাকে, তখনই তারা সেই নির্বাচনকে বিতর্কিত করার জন্য নানা মিথ্যাচার করে। একই অভিযোগ আমরা আজও দেখেছি। এই ধরনের মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজানো বিএনপির পুরানো অভ্যাস।’

বিজ্ঞাপন

আরও পড়ুন
বরিশাল শান্ত, ভয় তবুও পুলিশে
সিলেটে নির্বাচনী সামগ্রী বিতরণে বিলম্ব, ক্ষোভ বিএনপির
মর্যাদার লড়াই লিটনের, হারানোর কিছু নেই বুলবুলের
পূণ্যভূমিতে উড়বে নৌকার বিজয় পতাকা: কামরান
তিন সিটিতে ভোট চলছে
মাঠে দেখা যাচ্ছে না বিএনপি নেতাকর্মীদের
নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে অপপ্রচার চলছে
নির্বাচন সুষ্ঠু হচ্ছে, জয় নিয়ে আশাবাদী কামরান
এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ মজিবুর রহমানের
জয়ের ব্যাপারে শতভাগের কাছাকাছি নিশ্চিত
বরিশালে বিএনপির ভোট বর্জন
ডা. মনীষার ওপর চড়াওয়ের অভিযোগ
এজেন্টকে বের করে দিয়ে কেন্দ্র দখল

সারাবাংলা/এমএমএইচ/এমও/ এজেড

আওয়ামী লীগ তিন সিটি নির্বাচন

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর