Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৪


৩০ জুলাই ২০১৮ ১৩:৩২ | আপডেট: ৩১ জুলাই ২০১৮ ১০:৩৬

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

ইন্দোনেশিয়ার লুম্বক দ্বীপে ভূমিকম্পের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ১৪ তে দাঁড়িয়েছে, আহত ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ১৬০ জন। রোববার (২৯ জুলাই) বালি থেকে ৪০ কিলোমিটার পূর্বে জনপ্রিয় পর্যটন এলাকা লুম্বকে ৬.৪ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পে আশেপাশের রাস্তাঘাটের ক্ষতিসাধন হয়েছে ও কয়েক হাজার বাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে।

এদিকে ভূমিকম্পের ফলে ভূমি ধসে পথ বন্ধ হয়ে যাওয়ায় ২০০ এর বেশি পর্বতারোহী এখনো পাহাড়ে আটকা পড়ে আছে বলে জানায় বিবিসি। ভূমিকম্পে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার দুজন পর্বতারোহী মারা গিয়েছেন। কয়েকশ উদ্ধারকর্মী রিনজানি পাহাড়ে আটকা পড়াদের উদ্ধারে চেষ্টা করে যাচ্ছে। আটকা পড়া পর্বতারোহীরা ফ্রান্স, থাইল্যান্ড, নেদারল্যান্ড ও মালয়েশিয়ার নাগরিক।

কর্তৃপক্ষ বলছে, ৫০০ এর মতো পর্যটক ও পর্বতারোহী নিরাপদে ফিরে এসেছেন তবে এখনও ২৬৬ জন আটকা পড়ে আছেন। তাদের উদ্ধারে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।

ট্যুর গাইড সুকান্তা ভূমিকম্পের পরিস্থিতি জানাতে গিয়ে বলেন, পর্বতারোহীদের কেউ কেউ পাশের লেকে আশ্রয় নেয়। ভূমিধসের কারণে তাদের অন্য কোথাও যাওয়ার সুযোগ ছিল না।

আগ্নেয়গিরি পর্বত রিনজানি ইন্দোনেশিয়ায় খুবই জনপ্রিয়। প্রতিবছর শতশত পর্বতারোহীদের এখানে পর্বতারোহণ বা হাইকিং এর জন্য বেড়াতে আসেন।

সারাবাংলা/এনএইচ

আরও পড়ুন,
ইন্দোনেশিয়ায় ৬.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১০

ইন্দোনেশিয়া ভূমিকম্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর