Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিটি নির্বাচন প্রশ্নবিদ্ধ করতেই বিএনপির অভিযোগ: বরিশাল আ.লীগ


২৯ জুলাই ২০১৮ ২০:৪৪ | আপডেট: ২৯ জুলাই ২০১৮ ২৩:১৫

।। গোলাম সামদানী, স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বরিশাল থেকে: সিটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি বিভিন্ন ধরনের অভিযোগ করছে বলে মন্তব্য করেছে বরিশাল মহানগর আওয়ামী লীগ।

রোববার (২৯ জুলাই) সন্ধ্যায় মহানগর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

মহানগর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক গোলাম আব্বাস চৌধুরী সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। তিনি বলেন, নির্বাচনে পরাজয় হবে জেনে বিএনপি মূলত বিমর্ষ হয়ে পড়েছে। তারা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পথ খুঁজছে।

গোলাম আব্বাস চৌধুরী বলেন, ‘বিএনপি যেসব অভিযোগ করেছে, তার ভিত্তি নেই। কারণ বরিশাল সিটি করপোরেশনে কোনো বহিরাগত নেই। যারা ছিলেন, তারা চলে গেছেন।’

সংবাদ সম্মেলনে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর, মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আফজালুল করিম, বরিশাল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহমেদ, সাবেক সচিব সিরাজুল ইসলাম ও আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দারর উপস্থিত ছিলেন।

গোলাম আব্বাস চৌধুরী বলেন, বরিশালে সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। সিলেট ও রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটলেও বরিশালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিএনপি তাদের রুটিন ওয়ার্ক অনুযায়ী বিভিন্ন ধরনের অভিযোগ করছে। বিএনপির মেয়র প্রার্থীর সহধর্মিণী আওয়ামী লীগের কর্মীকে হুমকি দিয়েছেন। এ বিষয়ে থানায় জিডি করা করা হয়েছে।

মহানগর আওয়ামী লীগ সভাপতি বলেন, এখন পর্যন্ত বরিশাল সিটিতে পরিবেশ শান্তিপূর্ণ আছে। আগামীকাল জয়ের বিষয়ে আওয়ামী লীগ শতভাগ আশাবাদী।

বিজ্ঞাপন

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থীকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশন কারণ দর্শানোর যে নোটিশ দিয়েছে, তার জবাব দেওয়া হয়েছে।

বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারের অভিযোগের বিষয়ে গোলাম আব্বাস বলেন, নির্বাচনের আগে বিভিন্ন ধরনের অপরাধী চক্র সক্রিয় হয়ে ওঠে। এ কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন পদক্ষেপ নেয়। এরই অংশ হিসেবে অনেককে পুলিশ গ্রেফতার করেছে।

উল্লেখ্য, আগামীকাল বরিশাল সিটি করপোরেশন নির্বাচন। বরিশালে সিটিতে সাধারণ ওয়ার্ড ৩০টি, সংরক্ষিত ওয়ার্ড ১০টি। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪২ হাজার ১৬৬ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ২০ হাজার ৭৩০ জন, পুরুষ ভোটার ১ লাখ ২১ হাজার ৪৩৬ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ১২৩টি, ভোট কক্ষের সংখ্যা ৭৫০টি। নির্বাচনে মেয়র পদে সাত জন, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৯৪ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৩৫ জন নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই সিটি নির্বাচনে রিটানিং কর্মকর্তার দায়িত্ব পাালন করছেন মুজিবুর রহমান। এই সিটিতে মেয়র প্রার্থীরা হলেন— সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ (নৌকা), মজিবর রহমান সরওয়ার (ধানের শীষ), ডা. মনীষা চক্রবর্তী (মই), মাওলানা ওবায়দুর রহমান মাহবুব (হাতপাখা), অ্যাডভোকেট আবুল কালাম আজাদ (কাস্তে) ও ইকবাল হোসেন (লাঙ্গল)।

আরও পড়ুন-

বরিশাল শান্ত, ভয় তবুও পুলিশে
সিলেটে নির্বাচনী সামগ্রী বিতরণে বিলম্ব, ক্ষোভ বিএনপির
মর্যাদার লড়াই লিটনের, হারানোর কিছু নেই বুলবুলের
পূণ্যভূমিতে উড়বে নৌকার বিজয় পতাকা: কামরান
তিন সিটিতে জয়ী হবে নৌকা: জরিপ
প্রশাসন ও পুলিশ বিবেকশূন্য অনাচারে লিপ্ত
সিটি নির্বাচন জাতীয় নির্বাচনের রিহার্সেল
বিএনপির অভিযোগ, ইসি বলছে ভিত্তিহীন

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/টিআর

আওয়ামী লীগ বরিশাল সিটি করপোরেশন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর