Thursday 18 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপূর্ব-তিশার ‘প্রেমছবি’


২৯ জুলাই ২০১৮ ১৩:১১ | আপডেট: ২৯ জুলাই ২০১৮ ১৩:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেমছবি

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

ঈদ উল আজহা উপলক্ষে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘প্রেমছবি’। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব এবং তানজিন তিশা। প্রেমছবির গল্প ভাবনা ও রচনা করেছেন জাফরিন সাদিয়া এবং পরিচালনা করেছেন রুবেল হাসান।

প্রেমছবির গল্পটিতে দর্শক পাবেন পারিবারিক বন্ধন, প্রেম, ভালোবাসা, হাসি কান্না। টেলিফিল্মে ছোট করে একটি বিয়ের আয়োজন করা হয়েছে। গাজীপুরে হয়েছে এর দৃশ্যধারণ।

গল্প সম্পর্কে জাফরিন সাদিয়া বলেন, ‘অপূর্ব কে নিয়ে এর আগেও আমার অনেকগুলো কাজ হয়েছে। সেই কাজগুলো দর্শকদের অনেক ভালোলেগেছে। তানজিন তিশা কে নিয়ে আমার এটা হবে দ্বিতীয় কাজ। এই গল্পে দর্শক তিশাকে দেখতে পাবেন- যার ছবি তোলাই একমাত্র শখ- এমন একটা মেয়ের চরিত্রে।’

বিজ্ঞাপন

‘প্রেমছবি’ ঈদুল আজহাতে প্রচারিত হবে যেকোনো একটি বেসরকারি চ্যানেলে। টিলিফিল্মটি প্রযোজনা করেছে ‘জাফরিন ষ্টুডিও’।

সারাবাংলা/পিএ