Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বজুড়ে ‘রক্তিম চাঁদ’


২৮ জুলাই ২০১৮ ১৯:৪৯ | আপডেট: ২৮ জুলাই ২০১৮ ১৯:৫৮

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

গত শুক্রবার রাতে গোটাবিশ্ব প্রত্যক্ষ করেছে একুশ শতাব্দির দীর্ঘতম চন্দ্রগ্রহণ। এদিন পৃথিবী আর মঙ্গলের প্রভাবে রক্তিম আকার ধারণ করেছিল এই চাঁদ। যার নাম দেওয়া হয়েছে ‘ব্লাড মুন’। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেখা গেছে এই চাঁদ। বিভিন্ন বিখ্যাত স্থাপনাকে সামনে রেখে তোলাও হয়েছে দৃষ্টিনন্দন সব রক্তিম চাঁদের ছবি।

গ্রীসের অ্যাথেন্সের কাছে পসাইডনের মন্দিরকে সামনে রেখে তোলা হয়েছে রক্তিম চাঁদের এই ছবিটা।

 

ফ্রান্সের স্ট্রাসবার্গ থেকে আমেরিকান শিল্পী জনাথন বরফস্কির স্ট্যাচুকে সামনে রেখে ছবিটি তোলা হয়েছে।

 

সুইজারল্যান্ডের আল্পস পর্বতের চূড়া থেকে তোলা হয়েছি টকটকে লাল চাঁদের ছবিটা।

 

বিশ্বের বিভিন্ন স্থান থেকে তোলা কয়েকটি ব্লাড মুনের ছবি।

 

সারাবাংলা/এমআই

 

ব্লাড মুন রক্তিম চাঁদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর