Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাষা বিকৃতির প্রধান মাধ্যম ফেসবুক: ড. রফিকুল ইসলাম


২৮ জুলাই ২০১৮ ১৬:০৭ | আপডেট: ২৮ জুলাই ২০১৮ ১৬:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: লেখক ও জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম বলেছেন, ভাষা বিকৃতির প্রধান মাধ্যম হচ্ছে ফেসবুক। ফেসবুকে যে হারে ভাষা বিকৃত হচ্ছে তা ঘরে-বাইরে, রাস্তা-ঘাটে এমনকি মাঠেও হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে নবীন বরণ ও বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ড. রফিকুল ইসলাম এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আজকে এ প্রতিষ্ঠানে বইমেলার আয়োজন করা হয়েছে। এটি সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। এই মেলায় বাংলা ভাষার কেমন ব্যবহার হচ্ছে তা আমি জানি না। তবে শ্রেণী কক্ষে ভাষার কেমন ব্যবহার হচ্ছে তা অবশ্যই শিক্ষককে খেয়াল রাখতে হবে। কেননা ঘরে-বাইরে বা মাঠে বন্ধুদের সঙ্গে আঞ্চলিক ভাষা ব্যবহার করা যায়, কিন্তু শ্রেণীকক্ষে অবশ্যই সাবলীল প্রমিত ভাষা ব্যবহার করতে হবে। সেটি অবশ্যই শ্রেণী শিক্ষককে খেয়াল রাখতে হবে।’

বিজ্ঞাপন

এ জন্য বাংলা এবং ইংরেজি বিষয়ে শিক্ষক নিয়োগের সময় শিক্ষকের ভাষাজ্ঞান যাচাই করার আহ্বান জানান তিনি।

ড. রফিকুল ইসলাম আরও বলেন, ‘একজন শিক্ষিত মানুষের মুখের সাবলীল ভাষা শুনলেই বুঝা যায় মানুষটি কতটা শিক্ষিত। এ জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষিত হওয়ার চেয়ে ভাষাগত শিক্ষক হওয়া অতি প্রয়োজন।’

বর্তমান সময়ে বাংলা ও ইংরেজি ভাষা মিশিয়ে ভাষা বিশ্রী তরার যে প্রবণতা তার তীব্র সমালোচনা করেন তিনি। এ জন্য নবীন শিক্ষার্থীদের এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও জিটিভি এবং সারাবাংলা ডট নেটের প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা।

তিনি বলেন, ‘নবীনদেরকে অবশ্যই মানুষের কল্যাণে কাজ করার প্রতিজ্ঞা করতে হবে। সেই সঙ্গে বর্তমানের দুর্বৃত্তায়নের পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে কাজ করতে হবে। নবীনদের উপলব্ধি করতে হবে তারা কেমন সমাজের দিকে এগুচ্ছে, তারা নিজেরা কী করছে। আমরা ভালো মানুষ চাই। যথার্থ ভালো মানুষ চাই। এ জন্য অবশ্যই বই পড়তে হবে। বই পড়ার অভ্যাস করতে হবে। তবেই ভালো মানুষ হওয়া সম্ভব।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি এস এম মাহমুদ, কথাসাহিত্যিক মোস্তাক আহমেদ, মেজবাহ আহমেদসহ প্রমুখ। অনুষ্ঠানে কলেজের সেরা তিন মেধাবী ও সর্বোচ্চ উপস্থিতিরর জন্য তিনজন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়।

আলোচনা সভা শেষে দুপুর সাড়ে ১২টায় জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম বইমেলার উদ্বোধন ঘোষণা করেন। এরপর তিনি মেলার প্রায় ২৫টি স্টলে সাজানো বিভিন্ন বই ঘুরে দেখেন।

সারাবাংলা /এসএইচ/একে

আরও পড়ুন-

বিজ্ঞাপন

আরো