Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্দোলনের নামে ছাত্রদের দেশের ক্ষতি করা উচিত নয়


২৬ জুলাই ২০১৮ ১৬:৫৮

।। জাবি করেসপন্ডেন্ট ।।

দেশের ও নিজেদের ক্ষতি হয় এমন কিছু ছাত্রদের করা উচিত নয় বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। বৃহস্পতিবার (২৬ জুলাই) সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত ৪৭ তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের (২০১৭-১৮ শিক্ষাবর্ষ) প্রবেশিকা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন নিয়ে কথা বলতে গিয়ে অধ্যাপক আবদুল মান্নান বলেন, ‘দেশে একটা আন্দোলন চলছে। ছাত্ররা আন্দোলন করবে। আমরা বহু আন্দোলন করেছি। মাননীয় প্রধানমন্ত্রী সংসদে এ নিয়ে বলেছেন। উনি কোন কল্পকাহিনী বলেননি। তথ্য দিয়ে বলেছেন যে, ছাত্ররা এখনো হলে ১৫ টাকা সিট ভাড়া এবং ৩০ টাকা দিয়ে খায়। তাদের তো উচিৎ এমন কিছু না করা যাতে তাদের ক্ষতি হয়, দেশের ক্ষতি হয়। তাদের ক্ষতি মানে দেশের ক্ষতি।’

তিনি বলেন, ‘আমার শৈশবে মানুষের পায়ে কোন জুতা ছিল না, গায়ে কোন কাপড় ছিল না। ওই যে রিকশাওয়ালাদের দেখ, তাদের গায়ে কোন কাপড় ছিল না। বাঙ্গালি মুসলমানের মধ্যে মধ্যবিত্ত বলে কোন শ্রেণি ছিল না, ছিল নিম্নমধ্যবিত্ত। যাদের পরিবারে সদস্য সংখ্যা বেশি ছিল তাদের আর্থিক টানাপোড়ন বেশি ছিল। বাড়িতে একটা ডিম যদি ভাজা হতো তবে পরিবারে যতজন সদস্য ছিল তত টুকরা করা হতো। একটা ডিম একজন খাবে এটি অচিন্তনীয় ছিল। আমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি। এখন অনেকে একটা না দুইটা ডিমও খায়। অনেকে ২৫/৩০ হাজার টাকার ফোন ব্যবহার করেন। এটি একটি স্বপ্নবিলাসের কথা। আমাদের জীবনে, আমাদের চেয়ে সিনিয়র যারা আছেন তাদের জীবনে এই পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তনের পিছনে অবদান দেশের মানুষের, সাধারণ জনগণের। এই কথাটা আমাদের কখনো ভুললে চলবে না।’

বিজ্ঞাপন

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে শুধু বই পড়া বা ডিগ্রি নেয়া আমাদের প্রধান উদ্দেশ্য নয়। বিশ্বের সন্ধান পাবার আকাঙ্ক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয়ে এসেছি। তার মানে এই না বই বাদ দিয়ে রাত তিনটা পর্যন্ত বাহিরে ঘুরবে।’

অনুষ্ঠানে রেজিস্টার (ভারপ্রাপ্ত) রহিম কামিজ বিভিন্ন অনুষদ ও ইন্সটিটিউটের ছাত্র-ছাত্রীদের পাঠদানের জন্য উপস্থাপন করলে স্ব স্ব অনুষদের ডিন এবং ইন্সটিটিউটের পরিচালকগণ নবাগত শিক্ষার্থীদের পাঠদানের জন্য বরণ করেন। পরে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম নবাগত শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। এ সময় আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক রাশেদা আখতার, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্টার, প্রক্টরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও নবীন শিক্ষার্থীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন লোক প্রশাসন বিভাগের সভাপতি জেবউননেছা।

সারাবাংলা/এনএইচ

আরও পড়ুন,

জাবিতে টানা তৃতীয় দিনে উপাচার্যবিরোধী শিক্ষকদের অবরোধ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর