মক্কায় আরও ৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
২৬ জুলাই ২০১৮ ১১:২২ | আপডেট: ২৬ জুলাই ২০১৮ ১৭:২৫
।। সেলিম আহমেদ, সৌদি আরব থেকে ।।
হজ পালনের জন্য বাংলাদেশ থেকে সৌদি আরব যাওয়ার পর আরও তিন বাংলাদেশি মারা গেছেন।
বুধবার (২৬ জুলাই) বিভিন্ন সময়ে মারা যান এই তিন জন। মক্কায় বাংলাদেশ হজ মিশন থেকে প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
মক্কায় মারা যাওয়া তিন জন হলেন— নওগাঁ সদরের আব্দুর রহমান আকন্দ, ময়মনসিংহের ফুলবাড়িয়ার আব্দুল হালিম ও জামালপুর সদরের আবুল কালাম আজাদ।
এ নিয়ে গত পাঁচ দিনে সৌদি আরবে মোট পাঁচ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো। এর আগে, গত ২২ জুলাই মো. আবদুস সাত্তার ও আমির হোসাইন নামে দুই বাংলাদেশি মারা যান।
হজ মিশন জানিয়েছে, হজ পালনের লক্ষ্যে বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৫৩ হাজার ৮৭০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ২২৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫০ হাজার ৬৪৪ জন।
সারাবাংলা/এসএমএন