Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাবিতে প্রশাসনিক ভবন অবরোধ দ্বিতীয় দিনে, অস্থিতিশীলতার আশঙ্কা


২৫ জুলাই ২০১৮ ১৮:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। জাবি করেসপন্ডেন্ট ।।

বিধি অনুযায়ী আইন অনুষদের ডিন নিয়োগ ও প্রভোস্ট কমিটির সভাপতির দায়িত্ব দেওয়াসহ আরও কয়েকটি দাবিতে দ্বিতীয় দিনের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই প্রশাসনিক ভবন অবরোধ করেছেন আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশ। এতে নতুন ও পুরনো প্রশাসনিক ভবনে কোনো কর্মকর্তা-কর্মচারী প্রবেশ করতে পারেননি। তাতে স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম।

এদিকে, বৃহস্পতিবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৭তম ব্যাচের প্রবেশিকা অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠান প্রতিহত করার ঘোষণা দিয়েছেন অবরোধকারী শিক্ষকরা। অন্যদিকে, যেকোনো মূল্যে প্রবেশিকা অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দিয়েছেন উপাচার্যপন্থী শিক্ষকরা। তাতে করে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ উদ্ভূত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৫ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’র ব্যানারে প্রশাসনিক ভবন অবরোধ করেন শিক্ষকরা। এর আগে, গতকাল মঙ্গলবারও (২৪ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রশাসনিক অবরোধ করে রেখেছিলেন শিক্ষকরা। তারা জানিয়েছিলেন, দাবি মেনে নেওয়া হলে তারা অবরোধ অব্যাহত রাখবেন।

অবরোধকারী শিক্ষকদের অন্যান্য দাবিগুলো হলো- শিক্ষক লাঞ্ছনার বিচার, উপাচার্যের অ্যাক্ট, স্ট্যাটিউট ও সিন্ডিকেট পরিচালনা বিধি লঙ্ঘনের প্রতিবাদ, উপাচার্য প্যানেল নির্বাচন ও জাকসু নির্বাচন।

এ বিষয়ে উপাচার্যবিরোধী শিক্ষক সংগঠনের যুগ্ম সম্পাদক সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম তালুকদার (তারেক রেজা) সারাবাংলা’কে বলেন, ‘২৬ জুলাই প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠান। আমরা মনে করি প্রবেশিকা অনুষ্ঠান ডিনদের অনুষ্ঠান। ফলে বৈধভাবে যার ডিন হওয়ার কথা, তিনি প্রবেশিকা অনুষ্ঠানে থেকে ডিনদের গ্রহণ করবেন। আমরা উপাচার্যকে জানিয়েছি ২৬ তারিখের আগে আমাদের দাবির বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। উপাচার্য এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেননি।’

তিনি বলেন, ‘অবৈধভাবে প্রভোস্ট কমিটির সভাপতির পদ থেকেও যার প্রভোস্ট কমিটির সভাপতি হওয়ার কথা, তাকে সভাপতি করা হয়নি। তারই ধারাবাহিকতায় গতকাল (মঙ্গলবার) থেকে আমাদের অবরোধ কর্মসূচি চলছে। আজকের মধ্যে উপাচার্য আইন অনুষদের ডিন ও প্রভোস্ট কমিটির সভাপতির বিষয়ে ব্যবস্থা না নিলে এবং অন্যান্য দাবির বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে আমরা আগামীকালের (বৃহস্পতিবার) প্রবেশিকা অনুষ্ঠান প্রতিহত করব।’

এদিকে, বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলন ডেকে আন্দোলনরত শিক্ষকদের আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন উপাচার্যপন্থী ‘বঙ্গবন্ধু-আদর্শের শিক্ষক পরিষদ’। সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা অভিযোগ করে বলেন, বর্তমান উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বিশ্ববিদ্যালয় অ্যাক্ট, স্ট্যাটিউট ও অর্ডিন্যান্স অনুসরণ করে বিশ্ববিদ্যালয় পরিচালনা করছেন। তবে উপাচার্যকে অপসারণ করতে বঙ্গবন্ধুর আদর্শের নামধারী সংগঠনটি ক্রমাগত মিথ্যাচার ও নানা অজুহাতে বিশ্ববিদ্যালয়কে অস্থির করার ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা প্রবেশিকা অনুষ্ঠান প্রতিহতের ঘোষণা দিয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দৃঢ়তার সাথে জানাচ্ছি, এই অনুষ্ঠান সফল করার জন্য আমরা সব ধরনের সহযোগিতা করব।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে পরিষদের আহ্বায়ক অধ্যাপক মো. নুরুল আলম, সদস্য সচিব অধ্যাপক বশির আহমেদ, প্রক্টর সিকদার মো. জুলকারনাইনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/টিআই/টিআর

বিজ্ঞাপন

আরো