।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আশা প্রকাশ করে বলেছেন, আগামী ডিসেম্বরের জাতীয় নির্বাচনের পরে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন শিক্ষার্থীদের বই দেওয়ার প্রক্রিয়ায় যেন ব্যাহত না হয়। মঙ্গলবার (২২ জুলাই) মন্ত্রী পরিষদ সভাকক্ষে জেলা প্রশাসকদের সাথে বৈঠক শেষে অপেক্ষমাণ সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রশ্নপত্র ফাঁস বিষয়ে মন্ত্রী বলেন, আমরা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে। কমিটি গঠন ও গোয়েন্দাদের তৎপরতার ফলে এবার এইচএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোন ঘটনা ঘটেনি।
প্রশ্নপত্র ফাঁস বন্ধে ও সরকার যাতে কোনভাবে প্রশ্নবিদ্ধ না হয় সে ব্যাপারে কোন শিথিলতা দেখানো হবেনা বলেও শিক্ষামন্ত্রী জানান।
শিক্ষামন্ত্রী আরও বলেন, জেলা প্রশাসকরা শিক্ষক নিয়োগ বিষয়ে মতামত জানিয়েছেন। তাদের সাথে কোন দ্বিমত হয়নি। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নিয়মিত হচ্ছে তবে উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে পিএসসির অনুমোদন প্রয়োজন হয়। তাই বেশ কিছু নিয়োগ এখনো প্রক্রিয়াধীন আছে।
সারাবাংলা/এএইচএইচ/এনএইচ