।। জাবি করেসপন্ডেন্ট ।।
বিধি অনুযায়ী আইন অনুষদের ডিন নিয়োগ ও প্রভোস্ট কমিটির সভাপতির দায়িত্ব দেওয়াসহ আরও কয়েকটি দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন অবরোধ করেছেন আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশ।
মঙ্গলবার (২৪ জুলাই) সকাল ৮টার দিকে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজে’র ব্যানারে এই অবরোধ কর্মসূচি শুরু হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (মঙ্গলবার দুপুর আড়াইটা) অবরোধ চলছে।
প্রশাসনিক ভবন অবরোধের সময় ভবনটির তিনটি প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে উপাচার্যসহ পুরাতন প্রশাসনিক ভবনে অবস্থিত বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীদের কেউই প্রশাসনিক ভবনে প্রবেশ করতে পারেননি। ফলে প্রশাসনিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।
অবরোধকারী শিক্ষকদের অন্যান্য দাবিগুলো হলো- শিক্ষক লাঞ্ছনার বিচার, উপাচার্যের অ্যাক্ট, স্ট্যাটিউট ও সিন্ডিকেট পরিচালনা বিধি লঙ্ঘনের প্রতিবাদ, উপাচার্য প্যানেল নির্বাচন ও জাকসু নির্বাচন।
এ বিষয়ে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’র মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম তালুকদার (তারেক রেজা) সারাবাংলা’কে বলেন, আমরা মূলত দুইটি দাবির পরিপ্রেক্ষিতে অরবরোধ করতে বাধ্য হয়েছি। আইন বিভাগে একজন সহযোগী অধ্যাপক আছেন। তিনি থাকার পরও অন্য বিভাগের একজনকে ডিন করা হয়েছে। নিয়ম অনুযায়ী বিভাগে সহযোগী অধ্যাপক থাকলে তারই ডিন হওয়ার কথা। উপাচার্য গত রোববারের আগেই এই সমস্যার সমাধান করবেন বলে আশ্বস্ত করেছিলেন। কিন্তু সমাধান হয়নি।
তিনি আরও বলেন, তাছাড়া নিয়ম অনুযায়ী এবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষের প্রভোস্ট কমিটির সভাপতি হওয়ার কথা। তবে তিনি আমাদের গ্রুপের সাধারণ সম্পাদক হওয়ায় তাকে বঞ্চিত করা হয়েছে। ব্যক্তি কে, সেটা গুরুত্বপূর্ণ না। তবে আমরা মনে করছি, বঙ্গবন্ধুর নামাঙ্কিত হলকে বঞ্চিত করে তার প্রতি অবমাননা করা হয়েছে।
এর পাশাপাশি আরও কয়েকটি দাবি রয়েছে জানিয়ে তারেক রেজা বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।
সারাবাংলা/টিআর