সৌদি আরবে দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
২৩ জুলাই ২০১৮ ০৯:২৩ | আপডেট: ২৩ জুলাই ২০১৮ ০৯:৩০
।। সেলিম আহমেদ, সৌদি আরব থেকে ।।
চলতি বছরের পবিত্র হজ পালন করতে সৌদি আরবের মক্কায় গিয়ে মারা গেছেন দুই বাংলাদেশি হজযাত্রী।
এরা হলেন, মো. আবদুস সাত্তার ও আমির হোসাইন। রোববার (২২ জুলাই) আলাদা সময়ে মারা যান তারা।
মক্কায় বাংলাদেশ হজ মিশন জানিয়েছে, আব্দুস সাত্তারের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়ায় এবং আমির হোসেনের নারায়ণগঞ্জের রুপগঞ্জে।
এবার হজ পালনে যাওয়া বাংলাদেশিদের মধ্যে এই দুইজনই প্রথম মারা গেলেন।
হজ মিশন জানিয়েছে, রোববার (২২ জুলাই) পর্যন্ত মোট ৪১ হাজার ৫৪৮ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন তিন হাজার ২২৬ জন। বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩৮ হাজার ৩২২ জন হজযাত্রী। বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে সবশেষ ফ্লাইটটি সৌদি আরবে রওনা দেবে ১৫ আগস্ট।
এ বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট এক লাখ ২৬ হাজার ৭৯৮ জন পবিত্র হজে অংশগ্রহণ করবেন বলে আশা করা যাচ্ছে।
চাঁদ দেখা সাপেক্ষে এবছরের পবিত্র হজ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট। হজের আনুষ্ঠানিকতা শেষে হজযাত্রীদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইটটি সৌদি আরব ছাড়বে ২৭ আগস্ট। এছাড়া ২৫ সেপ্টেম্বর বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে শেষ ফ্লাইটটি সৌদি আরব ছেড়ে আসবে।
সারাবাংলা/এসএমএন