Sunday 14 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষকদের ওপর হামলার ঘটনায় জাবিতে মৌন মিছিল


১৬ জুলাই ২০১৮ ২০:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট ।।

জাবি: কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা-নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে মৌন মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীরা।

‘শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চ’-এর ব্যানারে সোমবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ চত্বর থেকে মিছিল শুরু হয়। মুখে কালো কাপড় বেঁধে এতে দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও অনুষদ ভবন প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

মৌন মিছিলে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস, অধ্যাপক মানস চৌধুরী, প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক স্বাধীন সেন, বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক শামসুল আলম, ফার্মেসি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, দর্শন বিভাগের অধ্যাপক মুহম্মদ তারেক চৌধুরী, অধ্যাপক মোস্তফা নাজমুল মানছুরসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সারাবাংলা/টিআর

বিজ্ঞাপন

আরো