Sunday 14 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিতে ২৮ সেপ্টেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরু


১৬ জুলাই ২০১৮ ১৯:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো

|| ঢাবি করেসপন্ডেন্ট ||

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ভর্তিযুদ্ধ শুরু হতে যাচ্ছে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে। এদিন ক-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ সেপ্টেম্বর, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৪ সেপ্টেম্বর, ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ অক্টোবর, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১৫ সেপ্টেম্বর (শনিবার) এবং চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (অংকন) ২২ সেপ্টেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে।

সোমবার (১৬ জুলাই) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির জন্য আগামী ৩১ জুলাই (মঙ্গলবার) বিকাল ৫:৩০টা থেকে ২৬ আগস্ট (রবিবার) রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীকালে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

সভায় অন্যদের মধ্য উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ, বিভিন্ন অনুষদের ডিনসহ অন্যান্যরা।

সারাবাংলা/কেকে/এএস

বিজ্ঞাপন

আরো